#বেঙ্গালুরু: ভারতে তৈরি যুদ্ধ বিমানের প্রতীক তেজস। সম্প্রতি কেন্দ্রীয় সরকার জানিয়েছে ভারতীয় বিমান বাহিনীর শক্তি বাড়াতে এই বিমানের আধুনিক সংস্করণ তিরাশিটি অর্ডার করেছে তাঁরা। এইচএএল চেয়ারম্যান মাধবন বলেছিলেন যে বেশ কয়েকটি দেশ তেজস বিমান সংগ্রহের বিষয়ে গভীর আগ্রহ দেখিয়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যে প্রথম রফতানি আদেশ আসতে পারে।৪৮,০০০ কোটি টাকার চুক্তির আওতায় ভারতীয় বিমানবাহিনীকে তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফ্টের (এলসিএ) ডেলিভারি ২০২৪ সালের মার্চ থেকে শুরু হবে।
লক্ষ্য রাখা হয়েছে যাতে বছরে ষোলোটি জেট সরবরাহ করা যায়। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড জানিয়েছে এই সংখ্যা নির্দিষ্ট করার পেছনে অন্যতম কারণ বিদেশ থেকে অর্ডার পেলে যাতে সেই অর্ডার ও একই সঙ্গে গ্রহণ করা যায়।মাধবন জানিয়েছেন যে তেজস মার্ক ওয়ান এ জেটের চিনের জেএফ -সতেরো যুদ্ধ বিমানের তুলনায় উন্নত পারফরম্যান্স রয়েছে কারণ এতে সামগ্রিক প্রযুক্তির এক প্রান্ত ছাড়াও আরও ভাল ইঞ্জিন, রাডার সিস্টেম এবং বৈদ্যুতিন যুদ্ধের আধুনিক সরঞ্জাম রাখা রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IAF