হোম /খবর /দেশ /
দিল্লি হিংসা রুখতে 'তিয়েনআনমেন স্কোয়ার' হওয়া উচিত, বিতর্কিত পোস্ট করলেন তথাগত

দিল্লি হিংসা রুখতে 'তিয়েনআনমেন স্কোয়ার' হওয়া উচিত, বিতর্কিত পোস্ট করে ডিলিট করলেন তথাগত রায়

  • Last Updated :
  • Share this:

#শিলং: ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে মেঘালয়ের রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় ৷ শনিবার থেকে দিল্লিতে চলছে বিক্ষোভ ৷ সিএএ বিরোধিতায় রাজধানী যখন জ্বলছে তখন একজন রাজ্যপাল হিসাবে শান্তির বার্তা দেওয়ার পরিবর্তে বেলাগাম মন্তব্য করে বসলেন তিনি ৷এ দিন দিল্লির হিংসা দমনে রাষ্ট্রের কী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে মন্তব্য করে একটি ট্যুইট করেন তথাগতবাবু ৷ সেই ট্যুইটে লেখেন, ‘‘১৯৮৮ সালে বেজিংয়ের তিয়েনানমেন স্কোয়ার মনে আছে? যে ভাবে দেং জিয়াওপিং সেই বিক্ষোভকে ঠেকিয়েছিলেন? আমার মনে হয়, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই আমাদের উত্তর-পূর্ব দিল্লির অশান্ত পরিস্থিতিকে শান্ত করা উচিত। আমি নিশ্চিত যে বাকি কমরেডরাও আমার সঙ্গে একমত হবেন।’’পরে টুইটটি নিয়ে বিতর্ক শুরু হলে তা ডিলিট করে দেন তথাগত। জানা যায়, ১৯৮৮ সালে গণতন্ত্রের দাবিতে চিনের বেজিংয়ের তিয়েনানমেন স্কোয়ার কয়েক সপ্তাহ ধরে দখলে রেখেছিল কয়েকশো ছাত্রছাত্রী থেকে শ্রমিক, বিক্ষোভকারীরা। ওই গণঅভ্যুত্থান ঠেকাতে ১৯৮৯ সালের ৪ জুন চিনের নিরাপত্তা বাহিনী সেখানে হামলা চালায়। ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল ৷

Published by:Simli Raha
First published:

Tags: Delhi Violence, Tathagata Roy, Tiananmen Square Massacre