#মুম্বই: সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে ঝড়। তাও টাটা গ্রুপের একটি গয়নার বিজ্ঞাপনকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বাধ্য হয়ে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় 'তানিস্ক'। কি ছিল সেই বিজ্ঞাপনে? যা নিয়ে গোটা দেশ চর্চা শুরু করল ! বিজ্ঞাপনটি ভালবাসার। বিজ্ঞাপনটি ঐক্যের। বিজ্ঞাপনটি ভারতের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মেলবন্ধন ও ভালোবাসার কথাই বলে। তবে তাতে কেন এত আপত্তি?
আপত্তি কারণ গয়নার বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে, এক হিন্দু মেয়ের বিয়ে হয়েছে মুসলিম পরিবারে। মেয়েটি গর্ভবতী। তাঁর স্বাদের অনুষ্ঠান হচ্ছে। শাশুড়ি-সহ গোটা বাড়ি সেজে উঠেছে মেয়েটির জন্য। সকালে বাড়ির সবাইকে এভাবে ভালোবাসায় মেতে উঠে দেখছে মেয়েটি শুধু মাত্র তাঁর জন্য। মেয়েটি তাঁর শাশুড়িকে প্রশ্ন করছে, 'মা এই রীতি তো আপনাদের নেই?" তখন তাঁর শাশুড়ি আদর করে জবাব দিচ্ছেন, 'কিন্তু মেয়ের খুশির জন্য এই রীতি আমাদেরও।" এর পরই আনন্দে মেতে উঠছে গোটা পরিবার। তানিস্কের গয়নায় সাজানো হচ্ছে পুত্রবধূকে। এ তো ভালোবাসার গল্প বলে। অসম্ভব সুন্দর বার্তা বহন করে।
So Hindutva bigots have called for a boycott of @TanishqJewelry for highlighting Hindu-Muslim unity through this beautiful ad. If Hindu-Muslim “ekatvam” irks them so much, why don’t they boycott the longest surviving symbol of Hindu-Muslim unity in the world -- India? pic.twitter.com/cV0LpWzjda
— Shashi Tharoor (@ShashiTharoor) October 13, 2020
বিজ্ঞাপনটি সামনে আসতেই ওই তানিস্ক ও টাটা গ্রুপের বিরুদ্ধে ফুঁসে ওঠেন এক শ্রেণির নেট দুনিয়ার মানুষ। হিন্দু-মুসলিম একতার দোহাই দিয়ে আদতে ‘লাভ জিহাদ’-এর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তাঁরা। ট্যুইটারে খেমচাঁদ শর্মা লেখেন, 'মুসলিম বাড়িতে হিন্দু পুত্রবধূকে দেখানোই বা হচ্ছে কেন, আর সেটাকে মহিমান্বিতই বা করা হচ্ছে কেন? মুসলিম মেয়ের হিন্দু পরিবারে বিয়ে হয়েছে, তা কেন দেখালেন না?'
.@TanishqJewelry : Why are you showing a Hindu "daughter in law" to a muslim family and glorifying it? Why dont you show a Muslim daughter in law in your ads with a Hindu family? Look like you are promoting #LoveJihad & favouring a particular Faith only...#BoycottTanishq
— khemchand sharma #IStandWithFarmersBill (@SharmaKhemchand) October 12, 2020
The concept wasn’t as much a problem as the execution was,the fearful Hindu girl apologetically expressing her gratitude to her in-laws for the acceptance of her faith, Isn’t she the woman of the house? Why is she at their mercy? Why so meek and timid in her own house? Shameful. https://t.co/LDRC8HyHYI
— Kangana Ranaut (@KanganaTeam) October 12, 2020
কঙ্গনা রানাউত লেখেন, ‘যে ভাবে গোটা ব্যাপারটা তুলে ধরা হয়েছে, তাঁর ধর্মবিশ্বাসকে স্বীকৃতি দেওয়ায় ভীতত্রস্ত ভাবে শ্বশুরবাড়ির লোকজনকে কৃতজ্ঞতা জানাতে দেখা গিয়েছে হিন্দু মেয়েকে। কিন্তু তিনি কি ওই বাড়ির সদস্য নন? কেন ওদের ক্ষমা আশ্রয় করে বাঁচতে হবে ওঁকে? নিজের বাড়িতে কেন মাথা নত করে, ভয়ে থাকতে হবে? লজ্জাজনক।’
গয়না বিক্রির জন্য জিহাদি তাস ব্যবহার করছে তানিস্ক। এমন অভিযোগও ওঠে। এর পরই বিজ্ঞাপনটি তুলে নেয় তানিস্ক। ধর্মীয় ঐক্যের পক্ষে সওয়াল করায় যে ভাবে ওই সংস্থাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে নেট-দুনিয়ার একটা বড় অংশ। তাদের মতে, ভারতীয় সংস্কৃতি যেখানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, ভারতীয় ঐতিহ্যে যেখানে বৈচিত্রের মধ্যে ঐক্য জড়িয়ে, সেখানে ওই বিজ্ঞাপনটি নিয়ে আপত্তি থাকার কথাই নয়।
As a TATA group company, expected #Tanishq to be fairer and braver. If you have done nothing wrong, if you have shown something beautiful about our country, don't get bullied. Be Indian. Be strong.
— Chetan Bhagat (@chetan_bhagat) October 13, 2020
কংগ্রেসের সাসংদ শশী থারুর লেখেন, "হিন্দু-মুসলিম ঐক্য নিয়ে সুন্দর বিজ্ঞাপন তৈরি করায় হিন্দুত্ববাদী ধর্মান্ধরা ওই সংস্থাকে বয়কট করার ডাক দিয়েছে। হিন্দু-মুসলিম ঐক্য যদি এতই বিরক্তিকর লাগে, তা হলে গোটা বিশ্বে হিন্দু-মুসলিম ঐক্যের দীর্ঘজীবী প্রতীক ভারতকে কেন বয়কট করারা ডাক দিচ্ছেন না ওঁরা?" অনেকেই দাঁড়িয়েছেন তানিস্কের পাশে। টাটা কোম্পানির হয়ে কথা বলেন লেখক চেতন ভগতও। তিনি লেখেন, "টাটা গ্রপ হিসেবে তানিস্ককে অনেক সাহসী হতে হবে। যদি কিছু ভুল না দেখিয়ে থাকেন তাহলে আপনাদের পিঁছিয়ে যাওয়ার কোনও কারণ নেই।" সঞ্জয় ঝা লিখেছেন, "মিস্টার রতন টাটা ধর্মান্ধদের আপনাকে ভয় দেখাতে দেবেন না।"
Dear Mr Ratan Tata Be a titan. Don’t let bigots frighten you. Thanks! #Tanishq
— Sanjay Jha (@JhaSanjay) October 13, 2020
Shocked at the controversy triggered by a beautiful #tanishq ad in which a mother in law’s acceptance and love for her daughter in law has been attacked, is most distressing. The bigots have taken hate ludicrous extreme.
— Anand Sharma (@AnandSharmaINC) October 13, 2020
Thank you for making us notice the beautiful #tanishq ad dear trolls ! pic.twitter.com/Wev3VSaiCw
— shamina shafiq (@shaminaaaa) October 12, 2020
গোটা বিষয়ে যেভাবে সকলে হিন্দু মুসলিম তর্কে নেমে পড়েছেন তা সত্যিই অবাক করে। একটা সুন্দর বার্তাও হারিয়ে যেতে পারে এভাবে। যে দেশ ঐক্যের কথা বলে, যে দেশের মানুষ একতায় ভরসা রাখে সেখানে এই বিতর্ক সত্যিই অবাক করে। শুধু মাত্র মেয়েটির মুসলিম পরিবারে বিয়ে নিয়েই লড়াই শুরু। অথচ যে ভালোবাসার বা ঐক্যের কথা বলা হল তা নেটিজেনদের চোখেই পড়ল না। বাধ্য হয়ে বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হল 'তানিস্ক'। তবে অনেক মানুষ পাশে দাঁড়িয়েছেন টাটা গ্রুপের। অনেকেই বলেছেন ট্রোল করার জন্য ধন্যবাদ না হলে হয়তো এত সুন্দর একটি বার্তা, মা মেয়ের ভালোবাসা দেখা হত না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Campaign, Social Media, Tanishq