Home /News /national /
মা হাতির কাছে পৌঁছে দিতে হবে বাচ্চাকে,তাই হাতি কাঁধে তুললেন এই ব্যক্তি, চিনুন তাকে...

মা হাতির কাছে পৌঁছে দিতে হবে বাচ্চাকে,তাই হাতি কাঁধে তুললেন এই ব্যক্তি, চিনুন তাকে...

কোনও বাহুবলী নন, তিনি হলেন একজন ফরেস্ট গার্ড৷

 • Share this:

  #চেন্নাই: হাতি যতই ছোট বা বাচ্চা হোক না কেন হাতি বলে কথা৷ ওজন তো নেহাত কম নয়৷ আর তাকেই কাঁধে তুলে নিলেন এই ব্যক্তি৷ কোনও বাহুবলী নন, তিনি হলেন একজন ফরেস্ট গার্ড৷ যিনি বাচ্চা হাতিকে মায়ের কাছে পৌঁছে দিতেই এভাবে নিজের থেকে কয়েকগুণ ভারী হাতিকে তুলে নিলেন কাঁধে৷ নিজের মারাত্মক কষ্ট হচ্ছিল৷ কিন্তু তা বলে ছোট্ট হাতিটি মায়ের থেকে দূরে থাকবে? এই ভেবেই এত বড় কাজ করলেন তিনি৷

  এই ব্যক্তির নাম পালানিকামি শরৎকুমার৷ পেশায় ফরেস্ট গার্ড৷ তাদের কাছে খবর পৌঁছয় যে রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি৷ তাড়াতাড়ি এলাকায় পৌঁছে হাতি তাড়াতে বাজি ফাটাতে থাকেন৷ কিন্তু পর মুহূর্তে বুঝতে পারেন যে একটি বাচ্চা হাতি অটকে গিয়েছে কাদায়৷ কিছুতেই সেখান থেকে সে বেরতে পারছিল না৷ তাই সেই হাতি উদ্ধারে নেমে পড়েন শরৎকুমার৷ নিজেই কাঁধে তুলে নেন বাচ্চা হাতিটি৷ প্রায় ১০০ কেজির ওই হাতিটিকে কাদা থেকে টেনে তুলে তার মায়ের কাছে পৌঁছে দেন এই ফরেস্ট গার্ড৷

  ঘটনাটি ২০১৭, তামিলনাড়ুর৷ তবে নতুন করে এক ফরেস্ট সার্ভিস অফিসার এই ছবিটি পোস্ট করায় ফের খবের উঠে এসেছেন পালানিকামি শরৎকুমার৷ এবং ফরেস্ট গার্ডের তৎপরতায় সকলেই তাকে প্রসংশা করেন৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Elephant, Viral

  পরবর্তী খবর