হোম /খবর /দেশ /
স্বামীর সামনেই প্রাক্তন প্রেমিককে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে খুন করলেন অভিনেত্রী

স্বামীর সামনেই প্রাক্তন প্রেমিককে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে খুন করলেন অভিনেত্রী

representative image

representative image

স্বামীর সামনেই প্রাক্তন প্রেমিককে নৃশংসভাবে খুন করলেন অভিনেত্রী

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: স্বামীর সামনেই প্রাক্তন প্রেমিককে নৃশংসভাবে খুন করলেন অভিনেত্রী। স্বামীর উপস্থিতিতেই প্রাক্তন প্রেমিকের মাথা হাতুড়ি দিয়ে থেঁতলে দিলেন বছর ৪২-এর অভিনেত্রী।

তামিল সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী এস দেবী সোমবার ভোরবেলা চেন্নাইয়ের কোলাথুরে নির্মম ঘটনাটি ঘটান। খুনের সময় তিনি তাঁর বোনের বাড়ি ছিলেন। জানা যায়, প্রাক্তন প্রেমিক নাকী অভিনেত্রীর সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করতে মরিয়া হয়ে উঠেছিলেন, রাজি ছিলেন না এস দেবী... একসময় পরিস্থিতি আতের বাইরে চলে যেতে থাকলে প্রাক্তন প্রেমিককে খুন করেন এস দেবী। ঘটনার পর পুলিশের কাছে আত্মসমর্পন করেন অভিনেত্রী। জিজ্ঞাসাবাদের পর তাঁর স্বামী বি শঙ্কর, বোন এস লক্ষ্মী ও বোনের স্বামী স্বারিয়ারকে আটক করেন পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম এম রবি, তিনি পেশায় ফিল্ম টেকনিশিয়ান। অভিনেত্রীকে জেল হেফাজতে রাখা হয়েছে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Tamil actress murder