#চেন্নাই: বিশ্বের সব চেয়ে হালকা স্যাটেলাইট বানিয়ে NASA (National Aeronautical Space Agency)-র পুরস্কার জিতলেন তামিলনাড়ুর যুবক। এস রিয়াসদিন নামের ওই যুবক সাস্ত্রা বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। কিছু দিন আগে অংশগ্রহণ করেছিলেন NASA-র Space Global Design Competition-এ। সেখান থেকেই কিউব পুরস্কার পান তিনি। তাঁর তৈরি স্যাটেলাইট অংশ নেবে NASA-র দু'টি মিশনেও।
খবর অনুযায়ী, রিয়াসদিন তামিলনাড়ুর তানজাভুরের করনথাই এলাকার বাসিন্দা। তিনি তৈরি করেছেন ৩৭ মিলিমিটারের FEMTO স্ট্যাটেলাইট VISION SAT v1 ও v2। ৩৩ মিলিমিটারের পেলোড-সহ এই দুই স্যাটেলাইটের ওজন মাত্র ৩৩ গ্রাম করে। যা তৈরি করার জন্য তিনি পলিথেরাইমাইড থার্মোপ্লাস্টিক রেজিন (Polyetherimide Thermoplastic Resin) এবং থ্রিডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করেছেন। যা নজর কেড়েছে বিজ্ঞানীদের।
জানা গিয়েছে, এটিই এখন বিশ্বের সব চেয়ে কম ওজনের FEMTO স্যাটেলাইট।