#চেন্নাই: ৫০ বছর বয়সি বিধবা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে! পাশবিক, বর্বরচিত ঘটনার সাক্ষী থাকল তামিলনাড়ুর কুড্ডালোর জেলার পানরুতি গ্রাম। নির্যাতিতা মহিলা থানায় এফআইআর দায়ের করলে, আত্মহত্যার চেষ্টা করে জামাই।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তও কুড্ডালোরের পানরুতি গ্রামেরই বাসিন্দা। রবিবার রাতে সে শাশুড়ির বাড়ি আসে, সেখানেই ধর্ষণ করে ৫০ বছর বয়সি বিধবা শাশুড়িকে। নির্যাতনের জেরে মহিলা অসুস্থ হয়ে পড়লে, তাঁকে কুড্ডালোর গভর্মেন্ট জেনারেল হাসপাতালে (CGGH) ভর্তি করতে হয়। মহিলার গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশকে ঘটনাটি জানায়।
থানায় মামলা রুজু হয়েছে শুনেই ভয় পেয়ে যায় অভিযুক্ত জামাই, আত্মহত্যার চেষ্টা করে! প্রতিবেশীদের চোখে পড়ে যাওয়ায় তাঁরাই তাকে উদ্ধার করে CGGH হাসপাতালে ভর্তি করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tamil Nadu