• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ‘ওর খেয়াল রেখো, ও তোমাকে হতাশ করবে না’, ট্যুইটারে প্রিয়াঙ্কার আবেদন

‘ওর খেয়াল রেখো, ও তোমাকে হতাশ করবে না’, ট্যুইটারে প্রিয়াঙ্কার আবেদন

 • Share this:

  #নয়াদিল্লি: নিজের ভাই রাহুল গান্ধি নিয়ে ট্যুইটারে এমনই মর্মস্পর্শী বার্তা দিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ৷ বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা ৷

  মনোনয়ন জমার পরই ওয়ানাডবাসীর উদ্দেশ্যে প্রিয়াঙ্কার বার্তা, ‘আমার ভাই, আমার সত্যিকারের বন্ধু এবং আমার দেখা সবথেকে সাহসী মানুষ ৷ ওর খেয়াল রেখো ওয়ানাড ৷ ও তোমাদের কখনই হতাশ করবে না ৷’ ভাই রাহুলের জন্য ওয়ানাডবাসীর কাছে ভোট চেয়ে এমনই আন্তরিক বার্তা দিলেন দিদি প্রিয়াঙ্কা ৷

  বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা নাগাদ বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে রোড শো করে মনোনয়ন জমা দেন রাহুল ৷ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা নাগাদ বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে রোড শো করে মনোনয়ন জমা দেন রাহুল৷ সকালেই হেলিকপ্টারে ওয়াইনাড পৌঁছন রাহুল। সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধি, কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিকও। সেখান থেকে কালপেটা পর্যন্ত রোড শো করেছেন রাহুল। রোড শো ঘিরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ ২০০৯ সাল থেকে এই আসনে শুরু হয় ভোটের লড়াই৷ কংগ্রেসের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত ওয়ানাড৷ রাহুলের বিরুদ্ধে ওয়ানাডে প্রার্থী দেয়নি বিজেপি ৷ ওই কেন্দ্রে এনডিএ শরিক নেতা তুষার ভেল্লাপল্লি৷

  ২০০৯ এবং ২০১৪ সালে কংগ্রেস নেতা এমআই শানাওয়াজ এই আসন থেকে জিতেছিলেন ৷ কিন্তু ২০১৮ সালে শানাওয়াজের মৃত্যুর পর থেকে কোনও কংগ্রেস নেতাই আসনটির হাল ধরেননি ৷ কে হবে এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ৷ সেই নিয়ে জল্পনা ছিল বহুদিন ৷ অবশেষে, মেলে উত্তর ৷ এই আসনটি থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষিত হয় খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির নাম ৷ ২০১৯ লোকসভা নির্বাচনে ওয়ানাডের সঙ্গে সঙ্গে অমেঠি আসন থেকেও লড়ছেন রাহুল ৷

  First published: