#চেন্নাই: ইনফোসিসের কর্মচারী স্বাতী হত্যা মালায় এই প্রথম মুখ খুললেন একজন প্রত্যক্ষদর্শী ৷ তার বয়ানে তিনি জানান স্বাতী খুন হওয়ার কয়েকদিন আগে কী ঘটেছিল ৷ অফিস যাওয়ার পথে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় ইনফোসিস সংস্থার এক কর্মীকে ৷ চেন্নাইয়ের নুঙ্গাবক্কম রেল স্টেশনে প্রকাশ্যে দিবালোকে এই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷ডি তামিলারসান পেশায় শিক্ষক একই জায়গায় থাকেন যেখানে স্বাতী থাকতেন ৷ তিনি জানান খুন হওয়ার কয়েকদিন আগে চেন্নাইয়ের নুঙ্গাবক্কম রেল স্টেশনে একজন ব্যক্তি স্বাতীকে পাঁচবার চড় মারে ৷ তবে এই ব্যক্তি সিসিটিভিতে দেখতে পাওয়া ওই ব্যক্তি নয় ৷ তিনি আরও জানান, ঘটনার দিন স্বাতী যেখানে খুন হয় তার থেকে কিছুটা দুরে দাঁড়িয়েছিলেন তিনি ৷ তাই খুনিকে তিনি কেবল এক ঝলকই দেখতে পান ৷ তিনি ঘটনাস্থলে পৌঁছনোর আগেই মৃত্যু হয় স্বাতীর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Chennai Murder, ETV News Bangla, Infosysy Techie Murder, Swathi Was Slapped a Few Days Before Murder