খুনের আগে ইনফোসিসের কর্মচারী স্বাতীকে চড় মারেন এক ব্যক্তি, জানালেন প্রত্যক্ষদর্শী

ইনফোসিসের কর্মচারী স্বাতী হত্যা মালায় এই প্রথম মুখ খুললেন একজন প্রত্যক্ষদর্শী ৷ তার বয়ানে তিনি জানান স্বাতী খুন হওয়ার কয়েকদিন আগে কী ঘটেছিল ৷

  • Last Updated :
  • Share this:

    #চেন্নাই: ইনফোসিসের কর্মচারী স্বাতী হত্যা মালায় এই প্রথম মুখ খুললেন একজন প্রত্যক্ষদর্শী ৷ তার বয়ানে তিনি জানান স্বাতী খুন হওয়ার কয়েকদিন আগে কী ঘটেছিল ৷ অফিস যাওয়ার পথে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় ইনফোসিস সংস্থার এক কর্মীকে ৷ চেন্নাইয়ের নুঙ্গাবক্কম রেল স্টেশনে প্রকাশ্যে দিবালোকে এই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷ডি তামিলারসান পেশায় শিক্ষক একই জায়গায় থাকেন যেখানে স্বাতী থাকতেন ৷ তিনি জানান খুন হওয়ার কয়েকদিন আগে চেন্নাইয়ের নুঙ্গাবক্কম রেল স্টেশনে একজন ব্যক্তি স্বাতীকে পাঁচবার চড় মারে ৷ তবে এই ব্যক্তি সিসিটিভিতে দেখতে পাওয়া ওই ব্যক্তি নয় ৷ তিনি আরও জানান, ঘটনার দিন স্বাতী যেখানে খুন হয় তার থেকে কিছুটা দুরে দাঁড়িয়েছিলেন তিনি ৷ তাই খুনিকে তিনি কেবল এক ঝলকই দেখতে পান ৷ তিনি ঘটনাস্থলে পৌঁছনোর আগেই মৃত্যু হয় স্বাতীর ৷ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান তিনি ও পরের ট্রেন ধরে চলে যান ৷ এর বেশি তিনি আরও কিছু বলতে চাননি ৷ পাশাপাশি তিনি আরও জানান যে তিনি এতটাই আতঙ্কিত যে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না ৷কোলাইমেন্ডু এলাকার দক্ষিণ গঙ্গাই আম্মান কোলি স্ট্রিটের বাসিন্দা, এস স্বাথী পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ৷ প্রতিদিনের মতো ঘটনার দিন সকালেও অফিস যাওয়ার জন্য নুঙ্গাবক্কম রেল স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ৷ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তখন এক যুবক তার কাছে এসে দাঁড়ায় ৷ বেশ কিছু দু’জনের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ চলে ৷ তারপরই হঠাৎ ব্যাগ থেকে ছুরি বার করে একের পর এক কোপ দিতে থাকে স্বাথীকে ৷

    First published:

    Tags: Bengali News, Chennai Murder, ETV News Bangla, Infosysy Techie Murder, Swathi Was Slapped a Few Days Before Murder