#নাগপুর: স্বদেশিয়ানা মানে সব বিদেশি পণ্য একেবারে বর্জন করা নয়৷ এমনই বক্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের৷ তাঁর মতে, সেই সব পণ্য বা প্রযুক্তিই বিদেশ থেকে আমদানি করা উচিত, যেগুলি ভারতে একেবারেই পর্যাপ্ত নয় বা নেই৷
COVID-19 আবহে আত্মনির্ভরতা ও স্বদেশিয়ানা প্রসঙ্গে আরএসএস প্রধানের যুক্তি, এই অতিমারিতে একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে বিশ্বায়নের ফল আশানরূপ নয়৷ একটি অর্থনীতির মডেল সব জায়গায় খাটে না৷ বিশ্ব গোটা একটি পরিবার কিন্তু একটি বাজার নয়, এই পন্থায় আত্মনির্ভর দেশগুলির পারস্পরিক বোঝাপড়া কোভিড-পরবর্তী বিশ্বের অর্থনীতি হতে চলেছে৷
কেন্দ্রের বিজেপি সরকারের আত্মনির্ভর ভারত ক্যাম্পেনের প্রশংসা করে সঙ্ঘ প্রধানের বক্তব্য, স্বদেশি মানে দেশীয় পণ্য, প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া৷ বিদেশি পণ্য বা প্রযুক্তিকে বয়কট করা নয়৷ ভারতের স্থানীয় বাজারে যা পর্যাপ্ত নয়, তা আমদানি করে ভারতীয় ধাঁচে গড়ে নিতে হবে৷
মোহন ভাগবতের দাবি, স্বাধীনতার পরে তৈরি করা ভারতের অর্থনীতিতে পশ্চিম সহ অন্যান্য দেশের প্রভাব থাকায় ভারতের স্থানীয় পণ্য ও প্রযুক্তি চোখ এড়িয়ে গিয়েছে৷ সেই বাজার দখল করেছে অন্যান্য দেশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Atma Nirbhar Bharat, RSS