#সাগর: দেশের এ যাবৎ শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলেছেন আগেই, আর এবার নিজের কেন্দ্র নন্দীগ্রামে ভোটের ঠিক আগেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করলেন, 'সারা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদি (Narendra Modi)। উন্নয়নের জোয়ার তো গোটা দেশে বইয়েই দিয়েছেন। আজ সারা পৃথিবীতে ভারতকে শ্রেষ্ঠ করে তুলেছেন তিনি।' কী করেছেন মোদি, তারও হিসেব দিয়েছেন শুভেন্দু। বলেছেন, 'আমাদের স্বপ্ন পূরণ করেছেন তিনি, ৪৯২ বছরের অধরা স্বপ্ন তিনি পূরণ করেছেন অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করে, আগে কাশ্মীরে একটা পতাকা উড়ত আর দিল্লিতে আরেকটা। সেটা কি দেশবাসী হিসেবে আমাদের ভালো লাগত? সেটাও আজ হয়ে গেছে। ডালে নুন কম থাকলেও মুসলিম মহিলাদের তিন তালাক দিয়ে দিত তাঁদের স্বামীরা। মোদিজি সেই পথও বন্ধ করে দিয়েছেন।'
বস্তুত বিজেপিতে যোগ দেওয়া, বিশেষত নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর থেকেই মূলত ধর্মীয় মেরুকরণকেই নিজের প্রধান অস্ত্র করে তুলেছেন শুভেন্দু। বারবার তাঁর মুখে ফিরে আসছে, পাকিস্তান, বাংলাদেশ, রোহিঙ্গা, অনুপ্রবেশকারীর মতো শব্দবন্ধ। দিন কয়েক আগেই নন্দীগ্রামে বারবার বিক্ষোভের মুখে পড়ে তিনি বলেছিলেন, 'এখানে প্রচুর পাকিস্তান গড়ে উঠেছে। যাঁরা ভারত হারলে পতাকা ওড়ায়, মাংস খায়, তাঁরাই বিক্ষোভ দেখাচ্ছে।'
আবার শনিবার, বাংলার ভোটের প্রথম দফার দিনও আজব তত্ত্ব নিয়ে হাজির হন শুভেন্দু। অভিযোগ করেন, 'রাতে পাকিস্তানিরা ফুলবাড়িতে গোলমাল করেছে। পটাশপুরে ওসিকে বোম মেরেছে পাকিস্তানিরা। ইলেকশন কমিশনের এই বিষয়গুলো দেখা উচিৎ। ওদের কোনও রাজনৈতিক কর্মী বলে আমি মনে করি না।' শুভেন্দুর আরও সংযোজন, 'ভারত বিরোধী ওরা। আমাদের কর্মীরা এই সমস্ত কাজের প্রতিরোধ করছে। পরিবর্তনের ভোট হচ্ছে বাংলায়। মানুষের লম্বা লাইন বলে দিচ্ছে, পরিবর্তন আসছেই।'
হিন্দু-মুসলিম ভোটভাগের অঙ্কেই যে শুভেন্দু বারবার এই ধরনের বলছেন, তা নিয়ে নিঃসংশয় রাজনৈতিক মহল। কখনও তিনি বলছেন তৃণমূল ফিরলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে, কখনও বলছেন বাংলাদেশ হয়ে যাবে। আর এবার ভোটের অশান্তিতেও সেই পাকিস্তানি তত্ত্ব নিয়েই হাজির হলেন শুভেন্দু। তবে, একই সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদিকে 'শ্রেষ্ঠ নেতা' হিসেবে তুলে ভোটের বাক্সে তার ডিভিডেন্ট তোলা।