#দিল্লি: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে তথ্য তুলে ধরার পাশাপাশি যত দ্রুত সম্ভব সিএএ কার্যকর করার আর্জিও জানিয়েছেন শুভেন্দু৷
এ দিন বেলা বারোটায় সংসদ ভবনে অমিত শাহের অফিসে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন শুভেন্দু৷ প্রায় ৪৫ মিনিট ধরে দু' জনের মধ্যে কথা হয়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ট্যুইট করে জানিয়েছেন বিরোধী দলনেতা৷ তিনি নিজেই জানিয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং সিএএ নিয়ে অমিত শাহের সঙ্গে তাঁর কথা হয়েছে৷
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রীর লক্ষ্যপূরণ হবে না', নতুন জেলা ঘোষণার দিনই মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
ট্যুইটারে শুভেন্দু লেখেন, 'সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৪৫ মিনিট ধরে কথা বলতে পেরে আমি সম্মানিত৷ পশ্চিমবঙ্গ সরকারী কীভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ডুবে রয়েছে, তা তাঁকে জানিয়েছি৷ যত দ্রুত সম্ভব সিএএ চালু করার জন্যও তাঁকে অনুরোধ করেছি৷'
It's an honour for me to meet Hon'ble Union Home Minister Shri @AmitShah Ji for 45 minutes at his office in Parliament. I briefed him how WB Govt is completely mired in corrupt activities such as the Teachers recruitment scam. Also requested him to implement CAA at the earliest. pic.twitter.com/DLLdOpfSa3
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 2, 2022
সূত্রের খবর, শুভেন্দুকেও পাল্টা রাজ্য নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজ্য নেতৃত্বের মধ্যে যে অন্তর্কলহ যে বরদাস্ত করা হবে না, তাও বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ৷ পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতািরর ঘটনাকে অস্ত্র করে কীভাবে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা যায় এবং তৃণমূলকে বেকায়দায় ফেলা যায়, তাও নির্ধারণ করার জন্য বিরোধী দলনেতােক পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
At the Central Hall of Parliament today alongwith @BJP4Bengal Members of Parliament. pic.twitter.com/6KbolE9Ny0
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 2, 2022
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সংসদে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ সহ বিজেপি সাংসদদের সঙ্গে দেখা করেন শুভেন্দু৷ এর পর প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু৷
সূত্রের খবর, গত শনিবার রাতে অমিত শাহের পক্ষ থেকেই শুভেন্দুকে দিল্লিতে তলব করা হয়৷ এর পর গতকাল রাতের বিমানে দিল্লিতে রওনা দেন বিরোধী দলনেতা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, SSC Scam, Suvendu Adhikari