#নয়া দিল্লি: আজ দ্বিতীয়বার দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন নরেন্দ্র মোদি। ২০১৪র পর আবার ২০১৯ এও মোদি নিজের দখলে রাখলেন প্রধানমন্ত্রীর সিংহাসন। 'ফির একবার মোদি সরকার' এ কথা সত্যি করে দিয়েছেন মোদি। আজ মোদির মন্ত্রী সভায় দেশের বাকি মন্ত্রীরা শপথ গ্রহন করলেন।
২০১৪ এ বিদেশ মন্ত্রী পদে নিষুক্ত হয়েছিলেন সুষমা স্বরাজ। তবে এবারের মোদির মন্ত্রী সভায় তিনি থাকলেন না। বিদেশ মন্ত্রকেও থাকলেন না তিনি। অন্য কোনও মন্ত্রী পদও নিলেন না তিনি। আজ সুষমা স্বরাজ ট্যুইটারে শুভেচ্ছা জানালেন মোদিকে। তিনি লিখলেন, "প্রধানমন্ত্রীজি- আপনি আমাকে গত ৫ বছর বিদেশ মন্ত্রী হিসেবে দেশবাসী ও প্রবাসী ভারতীয়দের সেবা করার সুযোগ দিয়েছিলেন তাঁর জন্য আমি কৃতঞ্জ। শুধু তাই নয় আমি যতদিন দায়িত্বে ছিলাম আপনি আমাকে সব সময় সম্মান দিয়েছেন। আমি আপনার প্রতি সত্যিই কৃতঞ্জ। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আমাদের সরকার যেন ভালভাবে সুন্দরভাবে আগামী দিনে এগিয়ে যায়।"
प्रधान मंत्री जी - आपने 5 वर्षों तक मुझे विदेश मंत्री के तौर पर देशवासियों और प्रवासी भारतीयों की सेवा करने का मौका दिया और पूरे कार्यकाल में व्यक्तिगत तौर पर भी बहुत सम्मान दिया. मैं आपके प्रति बहुत आभारी हूँ. हमारी सरकार बहुत यशस्विता से चले, प्रभु से मेरी यही प्रार्थना है.
— Sushma Swaraj (@SushmaSwaraj) May 30, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Narendra Modi, Sushma Swaraj