#নয়াদিল্লি: ইরাকের মসুলে অপহৃত ৩৯ জন ভারতীয়ের সকলেই মারা গিয়েছেন ৷ মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনে একটি বিবৃতিতে জানান বিদেশমন্ত্রী ৷ ডিএনএ পরীক্ষার পরই এই হত্যাকাণ্ডের প্রমাণ মিলেছে ৷ মৃতদের মধ্যে দু’জন পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা রয়েছেন বলে জানা গিয়েছে ৷ এছাড়াও ৩৯ জন ভারতীয়র মধ্যে রয়েছেন পঞ্জাব, হিমাচল প্রদেশ এবং বিহারের বাসিন্দাও রয়েছেন ৷
টানা তিন বছরে অপেক্ষা শেষ এক বিবৃতিতেই। ইরাকের মসুলে নিহত উনচল্লিশ ভারতীয়র মধ্যে রয়েছেন দুই বাঙালি। আইএস জঙ্গিদের হাতে নিহত দুই বাঙালি খোকন শিকদার ও সমর টিকাদার। দু’জনেই নদিয়ার বাসিন্দা।
মঙ্গলবার সকালে বিদেশমন্ত্রী এই তালিকা প্রকাশের পর থমকে গিয়েছিল নদিয়ার তেহট্ট থানার ইলিশমারি গ্রাম ৷ ছেলের জন্য গত তিন বছর ধরে অপেক্ষা করেছেন নব্বই বছরের মা ৷ বাবা আসবে এই ভেবেই দিন কাটিয়েছে আঠেরো বছরের মেয়ে আর তিন বছরের ছেলে ৷ স্ত্রী নমিতাও অপেক্ষায় ছিলেন খোকনের ঘরে ফেরার ৷ কিন্তু এক ঝটকায় সব শেষ ৷ পরিবারের তরফে জানান হয়েছে, ২০০০ সালে সংসারের খরচ চালাতে ইরাকে গিয়েছিলেন পেশায় দিনমজুর খোকন শিকদার ৷ এরপরই চার বছর পর মসুল শহরে তাঁর অপহরণের খবর এসেছিল ৷
টানা তিন বছরে অপেক্ষা শেষ এক বিবৃতিতেই। ইরাকের মসুলে নিহত উনচল্লিশ ভারতীয়র মধ্যে রয়েছেন দুই বাঙালি। আইএস জঙ্গিদের হাতে নিহত দুই বাঙালি খোকন শিকদার ও সমর টিকাদার। দু’জনেই নদিয়ার বাসিন্দা। খোকনের পরিবার জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
শুধু শিকদার পরিবার নয়, ইরাকে নিহত ভারতীয়দের মধ্যে রয়েছে চাপড়ার টিকাদার পরিবারের সমরের নাম। সুষমা স্বরাজের তালিকা প্রকাশের পরই কান্নায় ভেঙে পড়েছে টিকাদার পরিবার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Irac, Sushma Swaraj