#সুরাট: হাড়হিম করা পরিস্থিতি সামনে এসেছে ৷ কিরতেশ পটেল নামে এক বৃদ্ধ মহিলা সুরাটের বাসিন্দা পড়ে গিয়েছেন চারতলা থেকে ৷ গুরুতর আহত বয়স্কাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ শুকোতে দেওয়া জামা কাপড় তুলতে গিয়ে পড়েগিয়েছেন ৷ রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ে গিয়েছেন ৷ সিসি ক্যামেরায় জমা পড়েছে রুদ্ধশ্বাস ভিডিও ৷
বাড়ির একাংশ ভেঙে পড়ে গিয়েছে মধুবেন সোমাভাই পটেল সেই আবাসনে বসবাস করেন ৷ অন্যদিনের মত সেই দিনেও জামাকাপড় শুকনো করার পরে তুলতে গিয়েছিলেন ৷
হঠ্যৎ রেলিং ভেঙে ৪ তলা থেকে ভেঙে পড়লেন তিনি ৷ পুলিশ ও পৌরসভা যৌথভাবে তদন্তে নেমেছে ৷