corona virus btn
corona virus btn
Loading

সুরাত অগ্নিকাণ্ড: বেআইনি ভাবে তৈরি হয়েছিল অভিশপ্ত তৃতীয় তল, গ্রেফতার কোচিং সেন্টারের মালিক

সুরাত অগ্নিকাণ্ড: বেআইনি ভাবে তৈরি হয়েছিল অভিশপ্ত তৃতীয় তল, গ্রেফতার কোচিং সেন্টারের মালিক
  • Share this:

#সুরাত: সুরাতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় কোচিং সেন্টারের মালিককে গ্রেফতার করল পুলিশ। খোঁজ চলছে বহুতলের দু’জন ফেরার মালিকেরও। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বহুতলের দু’টি অতিরিক্ত ফ্লোর বানানো হয়েছিল। ছিল না কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থাও। তার জেরেই শুক্রবারের অগ্নিকাণ্ডে প্রাণ হারান অন্তত একুশ জন।

আগুন নিভেছে। কিন্তু ছাইচাপা ক্ষোভ এখনও জমে সুরাতের বহুতলের ধ্বংসস্তূপে। শুক্রবার গুজরাতের সুরাতের সারথানা এলাকার তক্ষশীলা আর্কেডে, ভয়াবহ আগুন লাগে। বহুতলের ছাদে তখন কোচিং ক্লাস চলছিল। প্রাণে বাঁচতে পড়ুয়াদের মরণঝাঁপ। সেই ছবি যেন এখনও দগদগে মানুষের মনে। ঘটনার তদন্তে নেমে শনিবার কোচিং ক্লাসের মালিক ভার্গভ বুটানিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশি তদন্তে স্পষ্ট, কার্যত মৃত্যুফাঁদ ছিল সুরাতের তক্ষশীলা আর্কেড। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বহুতলে দু’টি অতিরিক্ত ফ্লোর তৈরি হয়েছিল ৷ ছাদ ঢেকে তৈরি করা হয়েছিল কোচিং সেন্টার ৷ বহুতলে ঢোকা ও বেরনোর একটি মাত্র জায়গা ৷ ছিল না কোনও ধরনের অগ্নি নির্বাপণ ব্যবস্থাও ৷

প্রত্যক্ষদর্শীদের ক্ষোভ, শুক্রবার অনেক দেরিতে পৌঁছেছিল দমকল। সময় নষ্ট না হলে হয়তো বাঁচানো যেত কয়েকটি মূল্যবান প্রাণ। অগ্নিকাণ্ডের পর শুক্রবারই টুইটে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্যে কথা ঘোষণা করে গুজরাতের বিজয় রূপাণীর সরকার। এতগুলি প্রাণ হারানোর পর, তাতে অবশ্য ক্ষোভ মিটছে না সুরাতের।

First published: May 25, 2019, 4:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर