মধ্যস্থতায় মিটবে অযোধ্যা মামলা? আজও রায় স্থগিতই রাখল সুপ্রিম কোর্ট

সোশাল মিডিয়ায় নজরদারিতে সায় সুপ্রিম কোর্টের

সোশাল মিডিয়ায় নজরদারিতে সায় সুপ্রিম কোর্টের

  • Share this:
    #নয়াদিল্লি: অযোধ্যা মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট৷ মধ্যস্থতা নিয়ে কোনও নির্দেশ দিল না আদালত৷ ৫ বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হয় বুধবার৷শীর্ষ আদালত আগেই জানিয়েছে, যদি মধ্যস্থতার মারফত সমস্যার সমাধান ১ শতাংশও করা সম্ভব হয় তাহলে সেই বিষয়টি ভেবে দেখা উচিত৷  সেই কারণেই বুধবার সুপ্রিম মধ্যস্থতায় জট কাটার সম্ভাবনা খতিয়ে দেখা হবে৷বুধবার সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি  হওয়ার কথা ছিল ৷ এই বেঞ্চের অন্যতম বিচারপতি শরদ বোরদের মত, ‘বোঝাপড়ার সুযোগ দেওয়া উচিত ৷ তবে পুরো প্রক্রিয়াটিই গোপনে হবে৷
    First published:

    Tags: Ayodhya, Ayodhya Case, Supreme Court