হোম /খবর /দেশ /
JEE এবং NEET পরীক্ষা নিয়ে ৬ রাজ্যের আবেদন, আজ শুনানি সুপ্রিম কোর্টে

JEE এবং NEET পরীক্ষা নিয়ে ৬ রাজ্যের আবেদন, আজ শুনানি সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্ট৷ Photo- File

সুপ্রিম কোর্ট৷ Photo- File

যে ৬টি রাজ্যের মন্ত্রীরা সুপ্রিম কোর্টে এই আবেদন করেছেন, তাঁর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তীসগড়, পাঞ্জাব এবং মহারাষ্ট্র৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ৬টি রাজ্যের মন্ত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেইই- নিট পরীক্ষা নিয়ে আজ শুনানি হবে সুপ্রিম কোর্টে৷ পশ্চিমবঙ্গ সহ বিরোধী শাসিত এই রাজ্যগুলির তরফে আবেদনে গত ১৭ অগাস্ট শীর্ষ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনা করার আবেদন জানানো হয়৷ গত ১ সেপ্টেম্বর থেকেই গোটা দেশে JEE(Mains) পরীক্ষা শুরু হয়েছে৷ যা আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা৷ অন্যদিকে আগামী ১৩ সেপ্টেম্বর NEET(UG) পরীক্ষা হওয়ার কথা৷

আবদনে ওই ছ'টি রাজ্যের তরফে বলা হয়েছে, গত ১৭ অগাস্ট সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশিকার ফলে পরীক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে৷ পাশাপাশি করোনা অতিমারির মধ্যে পরীক্ষার আয়োজন এবং ছাত্রছাত্রীদের যাতায়াতেও সমস্যার কথা উল্লেখ করা হয়েছে আবেদনে৷

যে ৬টি রাজ্যের মন্ত্রীরা এই আবেদন করেছেন, তাঁর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তীসগড়, পাঞ্জাব এবং মহারাষ্ট্র৷ বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রাজ্যগুলির আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে এই আদালতে মামলায় পুরোদস্তুর শুনানির প্রয়োজন রয়েছে কিনা৷

পরীক্ষার্থীদের সুরক্ষায় সবরকম ব্যবস্থা নেওয়া হবে, কেন্দ্রের তরফে এই আশ্বাস পাওয়ার পর গত ১৭ অগাস্ট সুপ্রিম কোর্ট জেইই এবং নিট পরীক্ষা পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদনে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ আদালত যুক্তি দিয়েছিল, করোনা অতিমারির মধ্যেও জীবন থেমে থাকতে পারে না এবং পরীক্ষার্থীদের জীবনের মূল্যবান একটা বছর নষ্ট করার মানে হয় না৷

Published by:Debamoy Ghosh
First published: