#নয়াদিল্লি: কলকাতার প্রাক্তন কমিশনার আইপিএস রাজীব কুমাররের গ্রেফতারির রক্ষাকবচ বাড়ানোর আবেদন খারিজ করে ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ রাজীবকে ট্রায়াল কোর্টে আবেদনের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত৷
চিট ফান্ড তদন্তে রাজীব কুমারকে গ্রেফতারিতে ৭ দিনের আইনি রক্ষাকবচ দেওয়া হয়৷ সেই সময়কালের মেয়াদ আজ অর্থাত্ শুক্রবার শেষ হচ্ছে৷ এরপরই আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন করেন রাজীব কুমার৷ আবেদনে তিনি জানান, কলকাতায় আইনজীবীরা কর্মবিরতি আন্দোলন করছেন৷ তাই তাঁর গ্রেফতারির রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হোক৷
এ দিন শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দেয়, রাজীব কুমারকে ওই আবেদন নিয়ে ট্রায়াল কোর্টে যেতে হবে বা হাইকোর্টে৷ শুনানিতে সুপ্রিম কোর্টের মন্তব্য, 'বিচারপতিরা আন্দোলনে নেই৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chit Fund Case, Rajeev Kumar, Supreme Court