#নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) ও NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ নির্ধারিত সূচি অনুযায়ী JEE ও NEET হওয়ার কথা সেপ্টেম্বরে৷ সোমবার এই বিষয়ে শুনানিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জীবন তো আর থেমে থাকতে পারে না৷ সব সতর্কতামূলক পদক্ষেপ নিয়েই এগিয়ে যেতে হবে৷
এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে বেঞ্চ জানায়, COVID-19 অতিমারির বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনায় রয়েছে৷ কিন্তু তা বলে ছাত্র-ছাত্রীদের একটা গোটা বছর নষ্ট হতে দেওয়া ঠিক নয়৷ এটা তাঁদের কেরিয়ারের জন্য খারাপ৷ মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা করোনা ভাইরাসের জেরে পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল৷
Supreme Court today dismissed a petition seeking the postponement of the National Eligibility cum Entrance Test (NEET) and Joint Entrance Examination (JEE), scheduled to be held in September 2020. pic.twitter.com/BPyjn8RlGC
— ANI (@ANI) August 17, 2020
সেই মামলার শুনানিতে এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, 'জীবন থেমে থাকতে পারে না৷ আমাদের সব সতর্কতা অবলম্বন করেই এগিয়ে যেতে হবে৷ পড়ুয়াদের কেরিয়ার অনির্দিষ্টকালের জন্য ঝুঁকির মধ্যে ফেলে রাখা ঠিক নয়৷'
শীর্ষ আদালতের বেঞ্চের আরও বক্তব্য, Covid-19 হয় তো আরও এক বছর থাকবে৷ কিন্তু ছাত্র-ছাত্রীদের কেরিয়ার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া যায় না৷ ইতিমধ্যেই করোনার জন্য ৬ মাস নষ্ট হয়ে গিয়েছে৷ সেপ্টেম্বরেই JEE ও NEET হবে নির্ধারিত সূচি অনুযায়ী৷ এ বিষয়ে কেন্দ্র কী ভাবে পরীক্ষা সঞ্চালনা করবে, তা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে জানতে চায় শীর্ষ আদালত৷
তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানান, পরীক্ষা ঠিক মতো হওয়ার জন্য কেন্দ্র যাবতীয় সতর্কতা মূলক পদক্ষেপ করবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।