#দিল্লি: বিতর্কিত কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার৷ কৃষি আইন নিয়ে মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে নতুন কৃষি আইন আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত৷ তা না করলে আদালতই যে আইন স্থগিত করতে নির্দেশ দেবে, তাও জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
কেন্দ্রের উদ্দেশে এ দিন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে প্রশ্ন করেন, 'আমরা কোনও মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের মন্তব্যে অত্যন্ত হতাশ৷ এই আইন প্রণয়নের আগে আদৌ কোনও আলোচনা হয়েছে কি না আমরা জানি না৷ দয়া করে আমাদের জানান কী হচ্ছে৷'
শুধু তাই নয়, কড়া মনোভাব বুঝিয়ে দিয়ে প্রধান বিচারপতি আরও বলেন, 'আপনারা এই আইনের প্রয়োগ স্থগিত রাখবেন নাকি আদালতকে সেই নির্দেশ দিতে হবে?'
প্রধান বিচারপতি আরও বলেন, 'আমরা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী৷ আইন স্থগিত রাখার বিষয়ে কেন কেন্দ্রের তরফে কোনও উত্তর নেই? যদি কেন্দ্র আইন স্থগিত রাখতে রাজি হয় তাহলে আমরাও কৃষকদের আলোচনায় বসতে বলব৷ ' যদিও আদালতের প্রস্তাবের জবাবে অ্যাটর্নি জেনারেল আইন স্থগিত করার প্রস্তাব কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলেন৷
তবে কেন্দ্র যে আইন স্থগিত রাখার প্রস্তাবের পক্ষে নয় তা এ দিন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের মন্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে৷ প্রধান বিচারপতির মতামতের জবাব দিতে গিয়ে তিনি বলেন, 'আইন খুঁটিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হোক৷ কিন্তু দয়া করে আইন স্থগিত রাখবেন না৷' অতীতের কয়েকটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের উদাহরণ টেনে নিয়ে অ্যাটর্নি জেনারেল দাবি, সাংবিধানিক বৈধতা খতিয়ে না দেখে এ ভাবে আইন স্থগিত রাখার কথা বলতে পারে না আদালত৷
কৃষক নেতা হান্নান মোল্লা জানিয়েছেন, এ দিন সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ জানিয়েছে, তা তাঁদের নৈতিক জয়৷