#নয়াদিল্লি: রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। তবে তার আগে সাত দিন সময় পেলেন তিনি। এর মধ্যে আগাম জামিনের আবেদন করতে পারবেন এই আইপিএস। সুপ্রিম কোর্ট রাজীব কুমারের উপর নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছে।
রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ করতে পারবে কি সিবিআই? ভোটের মাঝেও এই মামলার রায় নিয়ে যথেষ্ট চাপানউতোর ছিল। রাজীব কুমারের বিরুদ্ধে সারদাকান্ডের তদন্তে তথ্য প্রমান লোপাটের অভিযোগ বারবারই জানিয়ে এসেছে সিবিআই। চলতি বছরের ফেব্রুয়ারিতে এনিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধে। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারের বাড়িতে হানা দেয় সিবিআই। প্রতিবাদে ধর্নায় বসেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। তখনই শীর্ষ আদালত জানিয়ে দেয় জিঞ্জাসাবাদ করতে পারলেও গ্রেফতার করা যাবে না রাজীবকে। দীর্ঘ টালবাহানার পর শীর্ষ আদালতের নির্দেশেই শিলংয়ে রাজীব-সিবিআই মুখোমুখি হয়। ঠান্ডা শহরে টানা ৪০ ঘন্টার জেরা, সঙ্গে ভিডিও রেকর্ডিং। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি সিবিআই। হেফাজতে নিয়ে ফের জেরার আরজি জানায় সিবিআই। বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হয়। শুক্রবার মামলার রায় দেন, অবসরকালীন বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জীব খন্না। রাজীব কুমারকে গ্রেফতারির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সুপ্রিম কোর্ট। সিবিআই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত। তবে গ্রেফতারির নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও রক্ষাকবচ কিন্তু পুরোপুরি সরেনি। ৭ দিন সময় দেওয়া হয়েছে এই আইপিএসকে। তার মধ্যে আগাম জামিনের আবেদন করতে পারেন তিনি।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI, Rajeev Kumar, Supreme Court