#নয়াদিল্লি: টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষ করে টুইটারে ঘুরে বেড়াচ্ছে ফেক নিউজ। সেগুলি নিয়ন্ত্রণ করার দাবিতে একটি পিটিশন দায়ের করেছিলেন এক বিজেপি নেতা। সেই আবেদনের ভিত্তিতে এই সুপ্রিম কোর্ট নোটিশ দিল।
এই পিটিশনটি করেছিলেন ভারতীয় জনতা পার্টির নেতা বিনীত গোয়েনকা। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ফেক নিউজ এবং প্ররোচনামূলক বিষয় ঘুরে বেড়ায় সেগুলিকে নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে তিনি পিটিশনটি করেন। সোশ্যাল মিডিয়ার এই ফেক নিউজ এবং অন্যান্য বার্তাকে তিনি ভারতবিরোধী বিষাক্ত বার্তা বলেও তকমা দিয়েছেন।
তাঁর মতে এইগুলি দেশে হিংসা ছড়ানোতে উস্কানি দিচ্ছে। সেই বিষয়ের উপর ভিত্তি করেই আজ শীর্ষ আদালত নোটিশ জারি করল।শুধু টুইটার নয়। কেন্দ্রকেও নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। কীভাবে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বার্তা এবং ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্ন তোলা হয়েছে। তবে বিনীত গোয়েনকা ছাড়াও এই একই পিটিশন জানিয়েছিলেন আরো অনেকে।
গত বছর মে মাসে বিজেপির এই নেতা ফেক নিউজ নিয়ন্ত্রণ করার দাবিতে পিটিশন জানিয়েছিলেন। তখন দাবি তিনি দাবি করেন, টুইটার এবং অন্যান্য সামাজিক মাধ্যমে বেশ কিছু খবর এবং বিজ্ঞাপন ভুল বার্তা দিচ্ছে এবং দেশদ্রোহীতায় উস্কানি দিচ্ছে।
প্রসঙ্গত গত সাধারণতন্ত্র দিবস রাজধানীতে পুলিশ এবং কৃষকদের মধ্যে অশান্তির ঘটনার পরে বহু অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের নির্দেশে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fake News, Supreme Court, Twitter