হোম /খবর /দেশ /
ফেক নিউজ নিয়ন্ত্রণের বিষয়ে টুইটার ও কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

ফেক নিউজ নিয়ন্ত্রণের বিষয়ে টুইটার ও কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

কৃষক আন্দোলন ও তা নিয়ে প্ররোচনা দেওয়ার অভিযোগে Twitter India কর্তৃপক্ষকে একাধিক অ্যাকাউন্ট বাতিল করার ও সাসপেন্ড করার আবেদন জানায় কেন্দ্রীয় সরকার। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু অ্যাকাউন্ট সাসপেন্ড করলেও পরে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়টি দেখিয়ে বাকি অ্যাকাউন্ট বন্ধ না করার আবেদন জানায় Twitter কর্তৃপক্ষ। এই নিয়ে দু'পক্ষের মধ্যে মত পার্থক্য চলছে। Twitter-এর পরিবর্তে নতুন অ্যাপও এসেছে বাজারে। এরই মাঝে ভারতে Twitter-এর নতুন ফিচার আসছে।

কৃষক আন্দোলন ও তা নিয়ে প্ররোচনা দেওয়ার অভিযোগে Twitter India কর্তৃপক্ষকে একাধিক অ্যাকাউন্ট বাতিল করার ও সাসপেন্ড করার আবেদন জানায় কেন্দ্রীয় সরকার। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু অ্যাকাউন্ট সাসপেন্ড করলেও পরে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়টি দেখিয়ে বাকি অ্যাকাউন্ট বন্ধ না করার আবেদন জানায় Twitter কর্তৃপক্ষ। এই নিয়ে দু'পক্ষের মধ্যে মত পার্থক্য চলছে। Twitter-এর পরিবর্তে নতুন অ্যাপও এসেছে বাজারে। এরই মাঝে ভারতে Twitter-এর নতুন ফিচার আসছে।

এই পিটিশনটি করেছিলেন ভারতীয় জনতা পার্টির নেতা বিনীত গোয়েনকা। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ফেক নিউজ এবং প্ররোচনামূলক বিষয় ঘুরে বেড়ায় সেগুলিকে নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে তিনি পিটিশনটি করেন।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষ করে টুইটারে ঘুরে বেড়াচ্ছে ফেক নিউজ। সেগুলি নিয়ন্ত্রণ করার দাবিতে একটি পিটিশন দায়ের করেছিলেন এক বিজেপি নেতা। সেই আবেদনের ভিত্তিতে এই সুপ্রিম কোর্ট নোটিশ দিল।

এই পিটিশনটি করেছিলেন ভারতীয় জনতা পার্টির নেতা বিনীত গোয়েনকা। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ফেক নিউজ এবং প্ররোচনামূলক বিষয় ঘুরে বেড়ায় সেগুলিকে নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে তিনি পিটিশনটি করেন। সোশ্যাল মিডিয়ার এই ফেক নিউজ এবং অন্যান্য বার্তাকে তিনি ভারতবিরোধী বিষাক্ত বার্তা বলেও তকমা দিয়েছেন।

তাঁর মতে এইগুলি দেশে হিংসা ছড়ানোতে উস্কানি দিচ্ছে। সেই বিষয়ের উপর ভিত্তি করেই আজ শীর্ষ আদালত নোটিশ জারি করল।শুধু টুইটার নয়। কেন্দ্রকেও নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। কীভাবে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বার্তা এবং ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্ন তোলা হয়েছে। তবে বিনীত গোয়েনকা ছাড়াও এই একই পিটিশন জানিয়েছিলেন আরো অনেকে।

গত বছর মে মাসে বিজেপির এই নেতা ফেক নিউজ নিয়ন্ত্রণ করার দাবিতে পিটিশন জানিয়েছিলেন। তখন দাবি তিনি দাবি করেন, টুইটার এবং অন্যান্য সামাজিক মাধ্যমে বেশ কিছু খবর এবং বিজ্ঞাপন ভুল বার্তা দিচ্ছে এবং দেশদ্রোহীতায় উস্কানি দিচ্ছে।

প্রসঙ্গত গত সাধারণতন্ত্র দিবস রাজধানীতে পুলিশ এবং কৃষকদের মধ্যে অশান্তির ঘটনার পরে বহু অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের নির্দেশে।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Fake News, Supreme Court, Twitter