#নয়াদিল্লি: আদালত অবমাননার দায়ে আইনজীবী প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট৷ যদিও এই জরিমানা দিতে রাজি না হলে তিন মাসের জন্য জেলে যেতে হবে প্রবীণ এই আইনজীবীকে, পাশাপাশি তিন বছর আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করতে পারবেন না তিনি৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এ দিন এই রায় শুনিয়েছে৷
Supreme Court imposes a fine of Re 1 fine on Prashant Bhushan. In case of default, he will be barred from practising for 3 years & will be imprisoned of 3 months https://t.co/0lMbqiizBb
আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা মেটাতে হবে প্রশান্ত ভূষণকে৷ সুপ্রিম কোর্ট এবং তার কয়েকজন বিচারপতির বিরুদ্ধে বেশ কয়েকটি ট্যুইট করায় প্রশান্ত ভূষণকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করেছিল শীর্ষ আদালত৷শাস্তি ঘোষণার আগে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাঁকে ক্ষমা চাইতে বললেও রাজি হননি প্রশান্ত ভূষণ৷তাঁর যুক্তি ছিল, মতপ্রকাশের স্বাধীনতা তাঁর মৌলিক অধিকারের মধ্যে পড়ে৷ সেই অধিকার থেকেই ট্যুইটার পোস্টে নিজস্ব মতামত জানিয়েছিলেন তিনি৷
যদিও গত ১৪ অগাস্ট প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করে শীর্ষ আদালত জানিয়েছিল, তাঁর করা দু'টি ট্যুইটকে যথাযথ সমালোচনা হিসেবে মেনে নেওয়া যায় না৷ শুধু তাই নয়, জনস্বার্থেই ওই ট্যুইট দু'টি করা হয়েছে, এই যুক্তিও মানতে রাজি হয়নি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ৷