#নয়াদিল্লি: সংক্রান্ত মামলায় সুপ্রিম রায়ে আপাতত স্বস্তিতে সেই সমস্ত মানুষ যাঁদের আধার কার্ড ছিলনা বা বয়স সংক্রান্ত কারণে যাঁরা বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের তথ্য নিশ্চিত করতে পারেননি অনেকেই ৷ তাঁদেরকে খানিকটা স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ৷ আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন্যাল বেঞ্চে বিশেষ রায় দান করা হয়েছে ৷
আধার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম রায়ে যে ১০ টি গুরুত্বপূর্ণ ও অজানা উঠে এসেছে ৷ যা দেশের নাগরিক হিসেবে সবারই জেনে নেওয়া উচিৎ ৷
১. মোবাইল ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় ৷
২. এবার থেকে কোনও সংস্থার পক্ষ থেকে কোনও ব্যক্তির আধার সংক্রান্ত তথ্য আর দাবি করতে পারবেনা ৷ সংবিধানের ৫৭ ধারার প্রয়োগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশের শীর্ষ আদালত ৷
৩. শিক্ষাক্ষেত্রে আধার কখনই বাধ্যতামূলক হতে পারেনা ৷
৪. আধার কখনও নকল বা ক্লোন করা সম্বব নয় ৷ আধার সম্পূর্ণ রূপে সুরক্ষিত ৷ কেউ যদি দ্বিতীয়বার আধারের আবেদন করে থাকেন তাহলে বায়োমেট্রিক ভেরিফিকশনের সময়েই ধরা পড়বেন হাতেনাতে ৷
৫. আধারে সাধারণ মানুষের তথ্য সংক্রান্ত যাবতীয় বিবরণ থাকে ৷ তাই মানুষের তথ্য সুরক্ষিত করতে হবে দ্রুততার সঙ্গে ৷
৬.আধার সম্পূর্ণরূপে সাংবিধানিক বৈধ ৷
৭. আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার ও প্যানকার্ড লিঙ্ক বাধ্যতামূলক ৷
৮.ইউজিসি, নেট ও সিবিইএসসি পরীক্ষার ক্ষেত্রে বাধ্যতামূলক নয় ৷ আদালতের অনুমতি ছাড়া কোনও সংস্থার সঙ্গে বিনিময় করা যাবেনা ৷
৯. সরকারের সমস্ত লাভজনক প্রকল্পের জন্য আধার বাধ্যতামূলক ৷
১০. শীর্ষ আদালত জানিয়েছে আধারের জন্য UIDAI বায়োমেট্রিক পরিসংখ্যান একত্রিত করেছে ৷ যাতে প্রতিটি নাগরিকের সব তথ্য একই সঙ্গে মজুত থাকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 10 Important points, Aadhaar verdict, Supreme Court, UIDAI, Unknown, Verdict