#নয়াদিল্লি: মৃত্যু নিয়ে আর কোনও তদন্ত নয় । জানিয়ে দিল শীর্ষ আদালত ।
দুবাইয়ের হোটেলের বাথরুমে শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক নয় । এই মর্মে তদন্তের আর্জি জানিয়েছিলেন সুনীল সিং নামের এক ব্যক্তি । গত ৯ মার্চ দিল্লি হাইকোর্টে সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর শীর্ষ আদালতে আবেদন করেন সুনীল । এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানভিলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে জানিয়ে দেয় শ্রীদেবীর মৃত্যু নিয়ে আর কোনও তদন্ত হবে না ।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী । সেখানেই ২৪ ফেব্রুয়ারি হোটেলের বাথরুমে জলভর্তি বাথটবে দুর্ঘটনাজনক মৃত্যু হয় বলিউড অভিনেত্রীর ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।