• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • বাজারে মাছ নিয়ে রীতিমতো দর কষাকষি করছে কাক ! দেখুন ভাইরাল ভিডিও--

বাজারে মাছ নিয়ে রীতিমতো দর কষাকষি করছে কাক ! দেখুন ভাইরাল ভিডিও--

photo source: twitter

photo source: twitter

 • Share this:

  #কেরালা: বাজারে দর কষাকষি করাটা একটা 'আর্ট'! বিশেষ করে বাঙালিরা এই শিল্পকলায় বেজায় পটু! কিন্তু ভাবুন, বাজারে দর কষাকষি করছে কাক! অবাস্তব মনে হলেও, বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে! কেরালার এক বাজারে রীতিমতো দর কষাকষি করতে ব্যস্ত কাকেশ্বর কুচকুচে! বাজারের খদ্দের থেকে দোকানি... অনেকেই সেই হাস্যকর ভিডিও শ্যুট করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে মুহূর্তে ভাইরাল...

  ভিডিওতে দেখা যাচ্ছে মাছবাজারে মাছের ট্রের উপর বসে রয়েছে একটি কাক। তবে, মাছ চুরি করতে নয়! উলটে দোকানে বসে দিব্যি দোকানদারের সঙ্গে দর কষাকষি করছে কাকা মহাশয়! দোকানি প্রথমে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও নাছোড়বান্দা কাকটি। অগত্যা একটা ছোট মাছ কাকটির দিকে এগিয়ে দিলেন মাছ ব্যবসায়ী। কিন্তু ছোট মাছে মন ভরল না তার। একের পর এক ছোট মাছ ঠোঁটে নিয়ে পরখ করেই ফেলে দিল। অবশেষে দোকানি একটু বড় সাইজের একটি মাছ এগিয়ে দিলেন কাকের দিকে। অবশেষে খুশি কাকেশ্বর!

  দেখুন সেই ভিডিও--

  First published: