হোম /খবর /দেশ /
ফাঁকা বাড়ি, বাথরুম থেকে বেরিয়ে যা করলেন সানি, প্রাক্তন পর্ন তারকার ভিডিও ভাইরাল

ফাঁকা বাড়ি, বাথরুম থেকে বেরিয়ে যা করলেন সানি লিওনি, প্রাক্তন পর্ন তারকার ভিডিও নিমেষে ভাইরাল

বাড়িতে নেই বর, সেই সুযোগে যা করলেন সানি লিওনি...চোখ কপালে নেটিজেনদের

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বাড়িতে নেই বর, সেই সুযোগে যা করলেন সানি লিওনি...চোখ কপালে নেটিজেনদের! নিজেই নিজের কীর্তির ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রাক্তন পর্ন তারকা! ভিডিওতে দেখা যাচ্ছে সাদা বাথরোব পরে খাটের উপর সানির সে কী লম্ফ-ঝম্প! খাটে শুয়ে পরে দু'পা আকাশে ছুঁড়তে শুরু করলেন সুন্দরী! কিন্তু প্রশ্ন হল, হয়েছে টা কী? এত আনন্দ কিসের? সে উত্তর দিলেন সানি নিজেই, ৫ মাস বাদে বাড়িতে তিনি একা! বাড়িতে নেই বর, বাচ্চা, এমনকী কোনও পরিচারিকাও! আর তাই-ই তো বহুদিন বাদে গোটা বাড়িতে একা থাকার আনন্দ চেটেপুটে উপভোগ করছেন সানি! কিন্তু তিনি এও জানান, সারা রাত অনেক কিছু করার প্ল্যান থাকলেও, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে পড়েন তিনি!

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)

পুরুষ হৃদয়কে পিংপং বল বানানোর জন্য একটা নাম-ই কাফি... সানি লিওনি! উফফ... প্রতিটা দিনই যেন সানির দিন, প্রতিটা লগ্নই শুধু তাঁকে দেখবার! অমন কালবৈশাখী ঝড় তোলা রূপের দিওয়ানা আট থেকে আশি! আসমুদ্র হিমাচলের মনে সানিরই রাজপাট! সদ্য সামনে এসেছে সানির আগামি ছবি 'শেরো'-র টিজার! দেখা যাচ্ছে উলটো হয়ে ঝুলছেন সানি লিওনি! নাক- ঠোঁট দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে! গালে-চোখে কাটা!  ছবিটিসাইকোলজিক্যাল থ্রিলার। পরিচালক শ্রীজিৎ বিজয়ন। চিত্রনাট্য তাঁর-ই। সম্প্রতি কেরালায় ছবির লঞ্চেও গিয়েছিলেন সানি লিওনি। সুন্দরীর ভাষায়, '' সিনেমার বিষয় আমার খুব মনে ধরেছে। এই ছবিটার জন্য আরেকটা ছবির শ্যুটিং বন্ধ রাখি। আমার কাছে অফার আসার ৪ দিনের মধ্যেই পরিচালককে জানাই, ছবিটা করতে রাজি। তখন অবশ্য আমেরিকায় ছিলাম। দেশে ফিরেই সিনেমার কাজ শুরু করি।''

চলতি বছরের শুরুতেই আইনি জটিলতায় ফঁসেছিলেন সানি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, দুটি অনুষ্ঠানে যাওয়ার জন্য অগ্রিম ৩৯ লক্ষ টাকা নিয়েও অনুষ্ঠানে যাননি তিনি। এই মর্মে কোচি পুলিশের কাছে একটি আর্থিক প্রতারণার মামলা দায়ের করেন কেরল নিবাসী আর শিয়াস। তিরুবন্তপুরমে স্প্লিটসভিলা রিয়েলিটি শোয়ের শ্যুটিং করছিলেন সানি। সেখানেই হানা দেয় কেরলের ক্রাইম ব্রাঞ্চ। সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়। তবে আপাতত এড়ানো গিয়েছে গ্রেফতারি। ৩৯ লক্ষ টাকার প্রতারণার মামলায় কেরল হাইকোর্ট জামিন দেয় সানি  লিওনিকে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Sunny Leone