#নয়াদিল্লি: ফের বঙ্গ বিজেপিতে ভাঙন জল্পনা? এবার কি দল ছাড়ছেন প্রবীর ঘোষাল? তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় বিজেপি নেতা প্রবীর ঘোষাল লিখেছেন, ''বিজেপিতে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি!'' বিজেপি নেতা হওয়া সত্বেও যেভাবে নিজের দলকে আক্রমণ করেছেন, তাতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজধানী দিল্লিতে প্রশ্নের জবাবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ''বহু দিন থেকে ওঁর সঙ্গে আমাদের যোগাযোগ নেই। উনি দলে আছেন বলে মনে হয়না। শারীরিক ভাবে হয়তো দলে আছেন, মানসিক ভাবে তিনি নেই। ওঁর যাওয়া আসা নিয়ে আমরা চিন্তিত নই।'' প্রসঙ্গত, বাংলায় দলের সাংগঠনিক রদবদল সহ নানা বিষয় নিয়ে বৈঠক করতে দিল্লিতে গিয়েছেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: বিধানসভায় শোরগোল ফেললেন দিলীপ ঘোষ! সব নজর ঘুরে গেল ফিরহাদ-মলয়ের ঘরের দিকে
ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তুলে নেন জোড়াফুলের পতাকা। এবার কি প্রবীর ঘোষালেরও তৃণমূলে প্রত্যাবর্তন হতে চলেছে? বিজেপি নেতা প্রবীর ঘোষাল জানিয়েছেন, ‘মানসিকভাবে বিজেপিতে আমি নেই। তবে এখনই তৃণমূলে যাচ্ছি না। আপাতত লেখালিখি নিয়েই থাকতে চাই। সময় ও পরিস্থিতি বলবে কী সিদ্ধান্ত নেব। তবে আজকের খবরের কাগজ দেখে তৃণমূলের তরফে অনেকেই ফোন করেছেন।’ তৃণমূল মুখপাত্র জাগো বাংলা-য় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পর তৃণমূলে তাঁর প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: BJP-র অন্দরে বিড়ম্বনা বাড়ল শুভেন্দু অধিকারীর, এবার পদত্যাগ হাওড়া জেলা সম্পাদকের!
সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী বিজেপি ত্যাগের ঘোষণা করেন। বাবুল সুপ্রিয় আগেই দলত্যাগ করেছেন। একের পর এক নেতা দল ছাড়ায় কার্যত দিশেহারা অবস্থা বঙ্গ বিজেপির। তবে সুকান্ত মজুমদার বলছেন, যারা বিজেপির নীতি আদর্শ নিয়ে দল করছেন, তারা উপযুক্ত সম্মান পাচ্ছেন। একজন- দু’জনের দলত্যাগ নিয়ে তারা মোটেই চিন্তিত নয়। আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসতে পারেন। এই বিষয়ে বিজেপি সভাপতির প্রতিক্রিয়া, ''একসময় বহিরাগত যাদের বলেছেন, তাদের কাছে আসছেন। টাকা চাইতে আসছেন।'' অন্যদিকে, পশ্চিমবঙ্গে এমআইএম পুরভোটে লড়াইয়ের বিষয়ে এক প্রশ্নে সুকান্ত মজুমদার বলেছেন, ''তৃণমূলের বি টিম হিসাবে আসাদুদ্দিন ওয়েসির দল লড়বে। উর্দু ভাষাভাষি মানুষের চেয়ে সাঁওতালি ভাষায় বেশি কথা বলা মানুষের সংখ্যা বেশি বাংলায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, Sukanta Majumdar