#কলকাতা: স্বামী অগ্নিদেবের সঙ্গে এক রোম্যান্টিক ছবি পোস্ট করলেন সুদীপা৷ ছবিতে দেখা যাচ্ছে যে স্ত্রী সুদীপার কোলে মাথা রেখেছেন স্বামী অগ্নিদেব৷ আদুরে চোখে সুদীপার দিকে তাকিয়ে রয়েছেন অগ্নিদেব৷ সুদীপাও হাসিমুখে জড়িয়ে ধরেছেন তার আদরের অগ্নিকে৷ প্রেমে ভেসেছে এই জুটি৷ দু’জনকে দেখেই বোঝা যাচ্ছে যে একে অপরকে কতটা ভালবাসেন তারা৷ তবে ছবিটা বেশ পুরনো৷ দু’জনের বয়স তখন অনেকটা কম৷ সুদীপা নিজেও জানিয়েছেন সেকথা৷
দশ বছর পুরনো এই ছবিটা৷ ছবিটির সঙ্গে তিনি লিখেছেন যে তোমার দিকে অবাক নয়নে তাকিয়ে রয়েছি৷ তুমি যেন ছোট্ট ছেলে৷ চোখের পলকে কেটে গিয়েছে ১০ বছর৷ একসঙ্গে আছি ভালবেসে৷ এখনও সেই প্রথম দিনের স্মৃতি টাটকা, মনে পড়ে সেই উষ্ণতা৷ এইভাবেই নিজেদের পুরনো ছবি পোস্ট করে আবেগে ভাসলেন সুদীপা চট্টোপাধ্যায়৷
আরও পড়ুন এবার সিনেমায় আসতে চলেছেন লালু প্রসাদ যাদব, সঙ্গে রাবড়ি দেবী
অগ্নিদেব ও সুদীপার এক সন্তান রয়েছে৷ নাম অদিদেব৷ নভেম্বরে এক বছর হতে চলেছে আদিদেবের৷