হোম /খবর /দেশ /
বাইকে পেট্রোল ভরার সময় দাউদাউ করে জ্বলে উঠল আগুন, দেখুন ভয়ানক ভিডিও

বাইকে পেট্রোল ভরার সময় দাউদাউ করে জ্বলে উঠল আগুন, দেখুন ভয়ানক ভিডিও

Photo- Youtube/ Video Grab

Photo- Youtube/ Video Grab

মৃত্যুকে একেবারে সামনে থেকে দেখা গেল...

  • Last Updated :
  • Share this:

#বেমতারা: পেট্রোল পাম্পে কেলেঙ্কারি৷ ভয়ানক ঘটনার সাক্ষী থাকল ছত্তীসগড়ের বেমতারা-র একটি পেট্রোল পাম্পে হাজির প্রত্যক্ষদর্শীরা৷ পেট্রোল পাম্পে সে সময় ২ টি বাইক ছিল৷ একটি বাইকে পেট্রোল দিচ্ছিলেন পাম্পের কর্মচারীরা৷ এমন সময় যাঁর বাইকে পেট্রোল ঢালা হচ্ছিল তাঁর মোবাইল ফোন বেজে ওঠে৷ যখন ওই ব্যক্তি ফোনটি ধরতে যাচ্ছিলেন তখনই ঘটে সর্বনাশ!

ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে ওই ব্যক্তি-র বাইকে  জ্বালানি ভরা হচ্ছিল৷ এই সময় ফোন বাজার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ফোনটা ধরতে যান৷ এরপরেই দুম করে বাইকে আগুন লেগে যায়৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ এমনকি যেহেতু সেই সময়ে বাইকে পেট্রেল দেওয়া চলছিল তাই সেই পেট্রোল দেওয়ার নলটিতেও আগুন লেগে যায়৷ ভয়ে বাইক থেকে নেমে পড়েন আরোহী৷

ছত্তীসগড় জেলার নবাগড়ের জয়সওয়াল পেট্রোল পাম্পের সিসিটিভি-র এই ভিডিও এখন ভাইরাল৷ পেট্রোল পাম্পে বিভিন্ন সতর্কীকরণের মধ্যে সতর্কবার্তায় সবসময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়৷ তার মধ্যে একটি হল পেট্রোল পাম্প চত্বরের মধ্যে মোবাইল ফোন না ব্যবহার করা৷ কিন্তু নির্দেশকে অনেকেই অনেক সময় তোয়াক্কা করেন না৷ এই ধরনের কাজ করলে পরিণতি কতটা ভয়ানক হতে পারে এই ভিডিও তারই শিক্ষা৷

যদিও ভিডিওতে ব্যক্তিটি ফোন ধরছেন সেই অংশটি দেখা যাচ্ছে না৷

এই ভিডিওতে দাউদাউ করে আগুন ধরলেও বিস্ফোরণের মতো মারাত্মক বিপদ এড়ানো গিয়েছে৷ বাইকে আগুন লাগার ভয়ানক ভিডিও সেখানের সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে৷ ঘটনাটি গত ২৪ জুলাইয়ের৷ কোনও ক্রমে বাইকের আরোহী ও পেট্রোল পাম্পের কর্মচারী ২ জনেই নিজেদের আগুনের করাল গ্রাস থেকে বাঁচাতে সক্ষম হন৷

বেমেতারার এই মারাত্মক আগুন লাগার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ সমস্ত মানুুষ এখন এই নিয়েই আলোচনা করছে যে পেট্রোল পাম্পে নির্দিষ্ট নিয়মবিধি না মেনে চললে পরিণতি কতটা মারাত্মক হতে পারে৷ এমনকি বাইক আরোহী ও পেট্রোল পাম্পের কর্মচারীর মৃত্যু পর্যন্ত হতে পারত এমনটাই আশঙ্ক করছেন সকলে৷ এই ভাইরাল ভিডিও শেয়ার করে সকলকে সচেতন করার আবেদন করছেন নেটিজেনরা৷

Published by:Debalina Datta
First published:

Tags: Accident, Bike, Bizzare Video, Viral Video