হোম /খবর /দেশ /
সুদর্শন টিভির 'UPSC জেহাদ', শোকজ করা হয়েছে: সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

সুদর্শন টিভির 'UPSC জেহাদ' প্রোগ্রাম বিধি লঙ্ঘন করেছে, শোকজ করা হয়েছে: সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

৪ পাতার শো-কজ নোটিসে সুদর্শন টিভি-কে জিগ্গেস করা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: বেসরকারি টিভি চ্যানেল 'সুদর্শন টিভি'-র একটি অনুষ্ঠান সম্প্রচার বিধি লঙ্ঘন করেছে৷ প্রাইমা ফেসিতে তা প্রমাণিত হয়েছে৷ তাই ওই চ্যানেলকে শো-কজ নোটিস পাঠিয়েছে কেন্দ্র৷ সুপ্রিম কোর্টকে একথা জানাল কেন্দ্রীয় সরকার৷ সুদর্শন টিভি-র 'বিন্দাস বোল' নামে একটি অনুষ্ঠান প্রোগ্রাম কোড বা সম্প্রচার বিধি লঙ্ঘন করেছে বলে শীর্ষ আদালতকে জানিয়েছে কেন্দ্র৷

সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি ইন্দু মলহোত্রা ও বিচারপতি কেএম জোসেফের বেঞ্চকে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সুদর্শন টিভি-কে ওই শো-কজের জবাব ২৮ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে৷ তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে৷ ৪ পাতার শো-কজ নোটিসে সুদর্শন টিভি-কে জিগ্গেস করা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না৷ কারণ তাদের অনুষ্ঠান দৃশ্যতই সম্প্রচার বিধি লঙ্ঘন করেছে৷

আরও পড়ুন: 'টিভি শোয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে,' তীব্র নিন্দা সুপ্রিম কোর্টের

তুষার মেহতা সুপ্রিম কোর্টকে অনুরোধ জানান, যতদিন পর্যন্ত সুদর্শন টিভি শোকজের জবাব দিচ্ছে, ততদিন এই মামলার শুনানি বন্ধ রাখা হোক৷ তখন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি শুনানি বন্ধ থাকত, তাহলে ওই বিতর্কিত অনুষ্ঠানের সব কটি এপিসোডই এতদিনে সম্প্রচারিত হয়ে যেত৷

গত ২১ সেপ্টেম্বর 'বিন্দাস বোল' নামের ওই প্রোগ্রামের কন্টেন্ট খতিয়ে দেখে সমালোচনা করে সুপ্রিম কোর্ট বলে, 'একটি দেশের সুপ্রিম কোর্ট হিসেবে, আমরা কখনওই বলতে পারি না, মুসলমানরা সিভিল সার্ভিসে অনুপ্রবেশ করছে ৷ আমরা এ সব সহ্য করব না৷ কেউ বলতে পারবে না, সাংবাদিকের যা খুশি বলার স্বাধীনতা আছে ৷'

'UPSC জেহাদ' নামক এপিসোডগুলির সম্প্রচার ইতিমধ্যেই ব্যান করেছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের মতে, ইলেকট্রনিক মিডিয়ার প্রভাব দেশে অনেক বেশি৷ এই মাধ্যম চাইলে কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট দেশে অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে৷ তাই কিছু মানদণ্ড বজায় রাখতেই হবে৷ প্রেস ফ্রিডমের নামে যা ইচ্ছে, তাই করা যাবে না ৷

সুদর্শন টিভি-র পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল, বাকি ৬টি এপিসোড দেখানোর ছাড়পত্র দেওয়া হোক৷ আইন মেনেই অনুষ্ঠান সম্প্রচার করা হবে৷

সম্প্রতি সুদর্শন টিভি চ্যানেলের শোয়ে সিভিল সার্ভিসে মুসলিমদের প্রবেশ নিয়ে একটি অনুষ্ঠানের কন্টেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়৷ সেই আবেদনের শুনানিতেই নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে ইলেকট্রনিক মিডিয়ায় নানা শোয়ের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Supreme Court