#বিশাখাপত্তনম: করোনা ভাইরাস মহামারির আবহে বিশাখাপত্তনমে মারাত্মক বিষাক্ত গ্যাস লিক করে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে৷ ৩০০ জন হাসপাতালে৷ অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ এ দিন যে গ্যাসটি পলিমার কারখানা থেকে লিক হয়ে এই ভয়াবহ বিপর্যয় ঘটল, সেই গ্যাসটির নাম কি? গ্যাসটি শরীরে কী ক্ষতি করে?
An ex-gratia of Rs 1 crore each to be given to the families of the deceased in the #VizagGasLeakage incident. Ex gratia of Rs 10 lakhs to be given to those on ventilator: Andhra Pradesh Chief Minister YS Jaganmohan Reddy pic.twitter.com/KgtxGiPdbD
— ANI (@ANI) May 7, 2020
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিরেক্টর জেনারেল এসএন প্রধান জানাচ্ছেন, বৃহস্পতিবার যে গ্যাসটি লিক হয়ে বিপর্যয় ঘটল, এই গ্যাসটির নাম স্টাইরিন৷ এই গ্যাস প্রথমে মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রভাব ফেলে৷ তারপরেই গলা, চামড়া, চোখ-সহ শরীরের বিভিন্ন অংশে ছড়াতে থাকে৷ স্টাইরিন প্রচণ্ড দাহ্য৷ পোড়ার সময় বিষাক্ত গ্যাস নির্গত হয়৷
কী হয় এই গ্যাস নাকে ঢুকলে? প্রথমেই শুরু হয় গা বমি৷ তারপরেই শরীরে এলিয়ে যায়৷ অচৈতন্য করে দেয় মুহূর্তে৷ তত্ক্ষণাত্ সংশ্লিষ্ট ব্যক্তির চিকিত্সা না-হলে মৃত্যুই ভবিতব্য৷
স্টাইরিন কী কাজে লাগে? ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য অনুযায়ী, ইনসুলেশন, পাইপ, গাড়ির যন্ত্রাংশ, প্রিন্টিং কার্টরিজেস, কপি মেশিন টোনার, ফউড কন্টেনার, প্যাকেজিং মেটেরিয়াল, কার্পেট ব্যাকিং, ব্যাগ, জুতো, খেলনা, মেঝে পালিশ করার রাসায়নিক তৈরিতে কাজে লাগে৷ এমনকী, সিগারেটের ধোঁয়া ও গাড়ির ধোঁয়াতেও স্টাইরিন থাকে৷
বিশাখাপত্তনমের ওই কারখানাটি দক্ষিণ কোরিয়ার ব্যাটারি প্রস্তুতকারী সংস্থা LG Chemical Ltd-র৷ দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল সংস্থা হল LG Chemical ৷
তরল স্টাইরিন পলিস্টাইরিন প্লাস্টিক, ফাইবারগ্লাস, রবার, ল্যাটেক্স তৈরিতে ব্যবহৃত হয়৷