#শ্রীনগর: ফের লজ্জাজনক ঘটনা ভূস্বর্গে ৷ নিহত জঙ্গির মৃত্যুতে গান স্যালুটের মতো বিতর্কিত ঘটনার পর শহিদ সেনা অফিসারের মৃত্যুতে চলল পাথর ছোঁড়া ৷ বুধবার শহিদ সেনা অফিসার উমর ফায়াজের মৃত্যু ঘিরে নতুন করে অশান্তি ছড়ায় উপত্যকায়। তাঁর শেষকৃত্য চলাকালীন বহু মানুষের ভিড় হয়। সেসময় হঠাৎ এক সেনাকর্মীর রাইফেল থেকে গুলি চলে। আচমকাই বাহিনীর ওপর পাথর ছুড়তে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
কাশ্মীরে বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয় সেনা অফিসারকে। মঙ্গলবার, সোপিয়ানে এক আত্মীয়ের বিয়েতে যোগ দেন লেফটেন্যান্ট উমর ফায়াজ পারি। সেখান থেকেই তাঁকে তুলে নিয়ে যায় সেনার পোশাক পরিহিত চার বন্দুকধারী। আজ হারমান চক এলাকা থেকে উদ্ধার হয় তাঁর গুলিবিদ্ধ দেহ। হিজবুল জঙ্গিরাই এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে সেনা।
দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে লুকিয়ে জঙ্গিরা। হিজবুল মুজাহিদিন সদস্যদের ধরতে, কয়েকদিন আগে সোপিয়ানের তিরিশটি গ্রামে চলে অপারেশন ক্লিন আপ। কিন্তু, সেই অভিযান শেষ হতে না হতেই প্রত্যাঘাত করল জঙ্গিরা। সোপিয়ানে এক লেফটেন্যান্টকে গুলি করে খুন করল তারা।
- মঙ্গলবার, সোপিয়ানের বাটাপুরায় মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন লেফটেন্যান্ট উমর ফায়াজ পারি- কুলগামের বাসিন্দা ফায়াজ আখনুরে রাজপুত রাইফেলসে কর্মরত ছিলেন
- রাত ১০ নাগাদ হানা দেয় সেনার পোশাক পরা ৪ বন্দুকধারী- ফায়াজকে তুলে নিয়ে যায় তারা- বুধবার সকালে হারমান চক এলাকা থেকে উদ্ধার হয় গুলিবিদ্ধ দেহ- ডাক্তারি পাস করার পর, গত বছরের ডিসেম্বরেই সেনাবাহিনীতে যোগ দেন বাইশ বছরের ফায়াজটুইটারে ঘটনার নিন্দা করেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি ৷ নিরস্ত্র অবস্থায় উমর ফায়াজকে অপহরণ করে খুন করা কাপুরুষের মতো ঘটনা। এই যুবক গোটা জম্মু-কাশ্মীরের রোল মডেল ছিলেন। তাঁরই মৃত্যু ঘিরে ফের পাথর ছোঁড়ায় মাতল উন্মত্ত জনতা ৷
নাশকতা ঘটাতে মূলত সেনাঘাঁটিই জঙ্গিদের লক্ষ্য ছিল। এবার কি কৌশল বদল করছে তারা? উমর ফায়াজের গতিবিধির খবরই বা তারা কীভাবে পেল? ফায়াজের মৃত্যু তুলে দিয়েছে একাধিক প্রশ্ন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Army Lieutenant, Herman Chowk, Jammu And Kashmir, Shopian district