#নয়া দিল্লি: ‘বাড়িতে থাকুন। পুলিশ, প্রশাসনের কথা মেনে চলুন। আমরা বাড়িতে থাকলেই করোনা ভাইরাসকে পরাস্ত করা সম্ভব হবে।’ কাশ্মীরের এক স্কুল পড়ুয়া ছাত্রীর আবেদন করা ভিডিওই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও শেয়ার করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। জিতেন্দ্র সিং কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি তাঁর ফেসবুক পেজ ও টুইটারে এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, সুদুর কাশ্মীরে কুপওয়ারা জেলা থেকে এই বার্তা এসে পৌঁছে গিয়েছে। জম্মু কাশ্মীর থেকে পাওয়া এই বার্তা, সত্যিই আমাদের মনের ভিতরে অনেক নতুন করে শক্তি জোগায়। আপনারা ওর কথা শুনুন। বাড়িতে থাকুন। করোনা আতঙ্কের মাঝে বাড়িতে থাকাই শ্রেয়।
মাস্ক ও মাথায় ওড়না ঢাকা পড়ুয়া ভিডিওর শুরুতেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে পড়ুয়া সিরত। তারপর বলেছে, আপনারা দয়া করে বাড়ি থেকে বের হবেন না। প্রশাসনের আজ্ঞা অমান্য করবেন না। আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি। করোনা ভাইরাসকে পরাস্ত করি। সারা পৃথিবীতে কোভিড 19 নামে যে ভাইরাস এভাবে ছড়িয়ে পড়েছে, আমরা সবাই মিলে তাকে হারাই চলুন। আসুন, আমরা ঘরেই নামাজ পড়ি। এতে কোনও ক্ষতি হবে না। রোজ নিয়ম করে হাত ধোবেন। আশপাশটা পরিস্কার রাখবেন। আর এসবই হবে যখন আমাদের প্রতিজ্ঞা দৃঢ় হবে। তাহলেই তো আমরা করোনা ভাইরাসরে পরাস্ত করতে পারব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Kashmir