সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ জিএআইএল লিমিটেডে একজিকিউটিভ ট্রেনি হিসেবে নিয়োগ করা হচ্ছে ৪৭ জনকে, আবেদন করুন
মোট ৮ টি পদে নিয়োগ করা হচ্ছে। ম্যানেজার (রিটেইল প্রোডাক্ট) পদে ৫ টি, ফ্যাকাল্টি (এক্সিকিউটিভ এডুকেশন) পদে ২ টি ও সিনিয়র এক্সিকিউটিভ (স্ট্যাটিসটিকস) পদে ১ টি নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত BE/B.Tech, MBA, স্নাতকোত্তর, পিজিডিএম, পিজিপিএম, পিএইচ.ডি পাশ করতে হবে। ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৮ থেকে ৩৮ বছর হতে হবে। ফ্যাকাল্টি পদে আবেদন করতে প্রার্থীদের বয়স হতে হবে ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে। এবং সিনিয়র এক্সিকিউটিভ আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছর হতে হবে।
জেনারেল/EWS/OBC প্রার্থীদের আবেদনমূল্য হিসেবে ৭৫০ টাকা দিতে হবে। এবং SC/ST/PWD প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।
রাজস্থানের জয়পুর, পশ্চিমবঙ্গের কলকাতা ও মহারাষ্ট্রের মুম্বইয়ে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
ম্যানেজার পদে মাসিক বেতন ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা। ফ্যাকাল্টি পদে বার্ষিক বেতন ২৫ লক্ষ থেকে ৪০ লক্ষ টাকা। সিনিয়র এক্সিকিউটিভ পদে বার্ষিক বেতন ১৫ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।