Feb 26, 2018 17:30 (IST)
#মুম্বই: আজ মুম্বইয়ে শ্রীদেবীর শেষকৃত্য। চাটার্ড বিমানে দুপুরে দুবাই থেকে তার দেহ নিয়ে আসা হবে। বলিউড তারকার আকস্মিক প্রয়ানে শোকস্তব্ধ সব মহল। আজও সকাল থেকে মুম্বইয়ে শ্রীদেবীর বাড়ির সামনে ভিড় অনুরাগীদের। রয়েছেন সেলিব্রিটিরাও। দুবাইয়ের হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হিন্দি সিনেমার প্রথম মহিলা সুপারস্টারের। মাত্র ৫৪ বছর বয়সে রূপ কী রানির প্রয়ান মেনে নিতে পারছেন না কেউ।