#নয়াদিল্লি: ভারতীয় রেল সিমলার পরে এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও আরাকুর মধ্যে কাঁচের ট্রেন অথার্ৎ বিস্টাডোম কোচ ট্রেন চালাবে ৷ এই ট্রেনে নিজের সিটে বসে ছাদ ও জানালার আশপাশের বাইরে দৃশ্য দেখতে পারবেন ৷ ট্রেনের ছাদ ও জানালা কাচের তৈরি যার মাধ্যমে ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে যাত্রা করতে পারবেন ৷ বিশাখাপত্তনাম ও আরাকু স্টেশনের মধ্যে ১২৮ কিলোমিটারের দূরত্ব ৷ চেন্নাইয়ের ইন্টিগ্রল কোচ ফ্যাক্টরিতে এই কোচ তৈরি করা হয়েছে ৷ এটা বানানোর জন্য ৩.৩৮ কোটি টাকা খরচ করা হয়েছে ৷ এই ট্রেনে যাত্রা করার জন্য প্রত্যেক যাত্রীকে ৬৭০ টাকা দিতে হবে ৷
এর আগে বিস্টাডোম কোচ-সহ ট্রেন কালকা ও সিমলা রুটে চলেছে ৷ ডিসেম্বর ২০১৯ এ এই ট্রেন চালু করা হয়েছিল ৷ এই ট্রেনের ৭টি কোচ রয়েছে ৷ ফার্স্ট ক্লাস ক্যাটাগরিকে ৬ বিস্টাডোম কোচ রয়েছে ৷ একটি ফার্স্ট ক্লাস সিটিং কম লাগেজ কোচ রয়েছে ৷ একটি কোচে ১৫ জন যাত্রী যাত্রা করতে পারবেন ৷
এই কোচের ছাদ কাঁচের তৈরি ৷ কোচে অটোমেটিক দরজা রয়েছে ৷ সমস্ত কোচে এলইডি লাইট রয়েছে ৷ পাশাপাশি জিপিএস সূচনা প্রণালী রয়েছে ৷
विशाखापट्टनम और अरकू के बीच घाटियों की खूबसूरती को यात्री करीब से देख सकें, इसके लिये इस रूट पर विस्टाडोम कोच युक्त ट्रेन चलाई गयी है। बड़ी खिड़कियों व पारदर्शी कांच की छत से यात्री सफर के दौरान प्रकृति को करीब से देख पाते हैं। यह ट्रेन पर्यटकों को सफर का एक नया अनुभव देती है। pic.twitter.com/zRUzBFFhDv
— Piyush Goyal (@PiyushGoyal) February 7, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Araku, Indian Railway, Special Train, Vishakapatnam