হোম /খবর /দেশ /
শনিবার আন্দামানে বর্ষা, ঘূর্ণিঝড় আমফানের হাত ধরে দ্রুত এগোবে মৌসুমী হাওয়া

শনিবার আন্দামানে বর্ষা, ঘূর্ণিঝড় আমফানের হাত ধরে দ্রুত এগোবে মৌসুমী হাওয়া

শনিবারই আন্দামানে বর্ষা৷ PHOTO- PTI

শনিবারই আন্দামানে বর্ষা৷ PHOTO- PTI

স্বাভাবিক নিয়মে ১ জুন কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বর্ষা৷ যা সাধারণত সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারতে এ বছর বর্ষা যে স্বাভাবিক সময়েই প্রবেশ করবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিলেন আবহবিদরা৷ মৌসম ভবন এবার জানিয়ে দিল, আগামী ১৬ মে বুধবার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করবে৷ ফলে পূর্বাভাস মিলিয়ে দেশে স্বাভাবিক সময়েই বর্ষা প্রবেশ করছে৷

স্বাভাবিক নিয়মে ১ জুন কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বর্ষা৷ যা সাধারণত সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়৷ বর্ষা সময়ে এলে এবং কৃষিকাজ স্বাভাবিকভাবে হলে থমকে যাওয়া অর্থনীতির চাকা ঘুরতেও তা অনেকটা সাহায্য করবে৷

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপর বুধবার সকালে একটি নিম্নচাপ তৈরি হয়েছে৷ যা ধীরে ধীরে ঘূর্ণাবর্ত এবং আগামী শনিবারের মধ্যে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়ের আকার নেবে বলেই সতর্ক করা হয়েছে৷

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলে আগামী ১৬ মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছনোর প্রক্রিয়াও তরাণ্বিত হবে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: South-West Monsoon, Weather Report