#দিল্লি: নবরাত্রি (Nava Ratri 2022) চলাকালীন দিল্লিতে মাংস বিক্রি থাকবে (Meat Selling Banned in Delhi)৷ এ দিন এমনই নির্দেশিকা জারি করেছে দক্ষিণ দিল্লি পুরনিগম৷ এ বছর ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত নবরাত্রি পালিত হবে৷
নির্দেশিকায় দক্ষিণ দিল্লি পুরনিগমের তরফে বলা হয়েছে, 'নবরাত্রির সময় মানুষ মন্দিরে গিয়ে নিজেদের এবং পরিবারের জন্য ভগবানের আশীর্বাদ নেয়৷ এই সময় মানুষ পেয়াঁজ- রসুনও খাওয়া থেকে বিরত থাকেন৷ ফলে এই কয়েকদিন প্রকাশ্যে বা মন্দিরের কাছে মাংস বিক্রি হওয়ার দৃশ্যও এড়িয়ে যেতে চান তাঁরা৷'
আরও পড়ুন: আপনার প্রিয় রঙই জানিয়ে দেবে আপনি কেমন মনের মানুষ! মিলিয়ে দেখে নিন চটপট...
পুরনিগমের মেয়রের লেখা একটি চিঠির সূত্রে এই নির্দেশিকা সামনে এসেছে৷ সেখানে বলা হয়েছে, 'সাধারণ মানুষের আবেগ এবং অনুভূতিকে সম্মান দিয়েই নবরাত্রির নয় দিন, ২ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মাংস বিক্রি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ দেওয়া হোক৷'
দক্ষিণ দিল্লির মেয়র মুক্কেশ সূর্যানের লেখা এই চিঠিতে দাবি করা হয়েছে, নবরাত্রির সময় খোলা জায়গায় মাংস বিক্রি হতে দেখলে অথবা কাঁচা মাংসের কটূ গন্ধ নাকে এলে হিন্দু ভক্তদের বিশ্বাস এবং আবেগে ধাক্কা লাগতে পারে৷ শুধু তাই নয়, মেয়রের যুক্তি, অনেক মাংস বিক্রেতাই দোকানের বর্জ্য পদার্থ রাস্তার পাশে বা নর্দমায় ফেলে রাখেন যা নিয়ে পথকুকুরা টানা হ্যাঁচড়া করে৷
আরও পড়ুন: উৎসবের আনন্দ দ্বিগুণ হোক সুস্বাদে, ট্রাই করুন আলু-পনির কোফতা
কমিশনার জ্ঞানেশ ভারতীকে চিঠি লিখে এই নির্দেশ দিয়েছেন দক্ষিণ দিল্লি পুুরনিগমের মেয়র৷ পরিষ্কার, পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিশেষ করে মন্দির সংলগ্ন এলাকার মাংসের দোকানগুলি বন্ধ রাখা প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে৷
দক্ষিণ দিল্লি পুরনিগমের মেয়রের মতোই একই পথে হেঁটে একই ধরনের নির্দেশিকা জারি করেছেন পূর্ব দিল্লি পুরনিগমের মেয়র শ্যাম সুন্দর আগরওয়ালও৷ ওই পুরনিগম এলাকাতেও মাংসের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।