• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ‘‘অপরিণত মন্তব্য’’ -শাস্ত্রীর কথার জবাবে সৌরভের স্টেপআউট

‘‘অপরিণত মন্তব্য’’ -শাস্ত্রীর কথার জবাবে সৌরভের স্টেপআউট

 • Share this:

  #লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট শুরুর আগেই সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া ৷ এরপরেই একের পর এক সমালোচনার বাউন্সার ধেয়ে এসেছে তাদের দিকে ৷ এই সময়েই দলের হয়ে ব্যাট ধরেছিলেন রবি শাস্ত্রী ৷ বলেছিলেন গত ১৫ -২০ বছরের সেরা ভারতীয় দল এটা ৷

  তিনি বলেছিলেন , ‘‘যদি শেষ তিন বছরে দেখেন তাহলে আমরা ৯ টি ম্যাচ জিতেছি৷ ৩টি সিরিজ জিতেছি ৷ গত ১৫-২০ বছরে আর কোনও ভারতীয় দল এত কম সময়ে এত ভালো পারফরম্যান্স দেখিয়েছে বলে আমার মনে হয় না ৷ ’’

  এদিকে রবি শাস্ত্রী এই মন্তব্যে সৌরভ বেশ খানিকটা রসিক জবাব দিয় বিষয়টিকে অপরিণত মন্তব্য বলেছেন ৷ সৌরভ আরও বলেছেন রবি শাস্ত্রী যা বলেন তাতে খুব একটা মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই ৷ পাশাপাশি তিনি  এও বলেছেন বিভিন্ন সময়ের ক্রিকেট দলের মধ্যে কখনই তুলনা করা উচিত নয় ৷ সব দলই সবসময়ে খেলে দেশের জন্য সেরাটা দিয়ে৷

  আরও পড়ুন - শিরোনামে সচিন কন্যা সারা,লিখলেন ‘আমি কী করলাম’, ঘন্টা খানেকেই ভাইরাল পোস্ট

  দাদা আরও বলেছেন , ‘‘যে প্রজন্মই খেলে তা সে চেতন শর্মার সময় হক বা ধোনির সময় কিম্বা বিরাটের সময় সকলেই ভারতীয় দলের জন্য খেলছে ৷ আমরা সকলেই বিভিন্ন সময়ে দেশের প্রতিনিধিত্ব করেছি ৷ এক প্রজন্মের সঙ্গে অন্যের তুলনা হয় না ৷ বিরাটরা সকলেই দারুণ পরিশ্রম করছেন ওদের সম্পর্কে আমার কিছু বলা উচিত নয় ৷ ’’

  First published: