#মুম্বই: করোনাভাইরাসের দাপটে অনেকদিন ধরে বন্ধ স্কুল কলেজ। তাই আপাতত অনলাইনে পড়াশুনা কেই এখন একমাত্র ভরসা করেছে বিশ্ববাসী। তবে টাকার অভাবে গরিব পরিবারের ছেলেমেয়েদের পড়াশুনা যাতে আটকে না যায়, সেই কারণে গরীব ছেলেমেয়েকে স্মার্টফোন দেবেন অভিনেতা সোনু সুদ। সেই বিষয়ে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে 'নেক্সট মিশন' লিখে একটি পোস্ট করেন সোনু। এরপর সেই স্টেটাসের পরিপ্রেক্ষিতে আইএএনএসের প্রশ্নোত্তরে সোনু জানান, লকডাউনের সময় অনলাইন শিক্ষা চালু করা হয়েছে যাতে পড়ুয়ারা পড়াশুনা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে পড়ে। তবে এই সময় তিনি দেখেছেন অনেক ছেলেমেয়ে পড়াশুনা করতে পারেননি কারণ তাঁদের কাছে স্মার্টফোন ছিল না। তাই তিনি এ বার সকলকে স্মার্টফোন দিতে চান, যাতে তাদের পড়াশুনায় কোনও ক্ষতি না হয়।
এখানেই শেষ নয়। তিনি আরও বলেছেন, তিনি একটি নতুন প্ল্যাটফর্মের সূচনা করেছেন। তাঁর একটাই উদ্দেশ্য, কোনও পড়ুয়া যেন পড়াশুনা থেকে বঞ্চিত না হন। তাই তাঁদের সকলকে স্মার্টফোন দেবেন৷ এক আগেও অনলাইন পড়াশুনার জন্য ১০০টি স্মার্টফোন বিতরণ করেছেন সোনু সুদ। সে বিষয়ে তিনি জানান, কোভিডের সময় তাঁরা ১০০ টি স্মার্টফোন বিতরণ করেছিলেন- পঞ্জাব, মুম্বই, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়৷
সোনু সুদ বলেন, এই কাজ করার কথা শুধুমাত্র তাদের কথা ভেবেই, যাদের অর্থাভাবে পড়ুাশোনা বন্ধ হতে বসেছে। পড়ুয়াদের কাছেও অভিযোগ জানানোর জায়গা নেই আর মা বাবারাও ব্যর্থ হচ্ছেন বারবার স্মার্টফোন কিনে দেওয়ার জন্য পয়সা যোগাড় করতে।
লকডাউনের সময় শুধু পরিযায়ী শ্রমিকদের বিনা পয়সায় নিজেদের বাড়িতে নয় ৷ বরং তাঁদের জন্য কর্মসংস্থান এমনকী, বাড়ি তৈরি করাতে সাহায্য করেছেন সোনু ৷ এই কারণেই তো বলিউডের এই অভিনেতা হয়ে উঠেছেন সাধারণ মানুষের কাছে দেবতুল্য ৷