#দিল্লি: শেষরক্ষা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তরুণীর অদম্য প্রাণশক্তির ভিডিও। কিন্তু তবুও করোনা কেড়ে নিল তাঁর প্রাণ। হাসপাতালের বিছানায় বসে, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়েই লাভ ইউ জিন্দেগি গানের সঙ্গে তাল মেলাচ্ছিলেন। শুক্রবার সেই তরুণীর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তরুণীর মৃত্যুতে শোকাহত অভিনেতা সোনু সুদও। সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করলেন তিনি।
তরুণীর মৃত্যুর খবর প্রকাশ করেন ডাক্তার মনিকা লঙ্ঘে ৷ তিনি লেখেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি...আমরা একজন সাহসী মেয়েকে হারালাম ৷ ওম শান্তি ৷ ওঁর পরিবারের জন্য আমরা সবাই মিলে প্রার্থনা করি।" সেই টুইট শেয়ার করে সোনু লেখেন, খুব দুঃখজনক। একবারও ভাবিনি এই তরুণী আর তার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাবে না। জীবন খুব অনিশ্চিত। কত মানুষের বাঁচার কথা ছিল কিন্তু তাঁরা চলে গেলেন। আমাদের জীবন আগামীতে যতই স্বাভাবিক হয়ে যাক আমরা এই ভয়ঙ্কর পর্যায় থেকে কখনও বেরোতে পারব না।
So so sad, never ever she would have imagined that she won't be able to see her family again. Life is so unfair. So many lives which deserved to live are lost. No matter how normal our life becomes but we will never be able to come out of this phase. https://t.co/jZBQtiTD2l
— sonu sood (@SonuSood) May 13, 2021
তরুণী দিল্লির এক হাসপাতালে ছিলেন। সেখান থেকেই ভিডিওটি হয়েছিল যা বহু মানুষকে অনুপ্রাণিত করেছিল। অনেকেই অসুস্থ অবস্থাতে বাঁচার শক্তি পেয়েছিলেন ৩০ বছরের সেই তরুণীকে দেখে। চিকিৎসক মনিকাই সেই ভিডিও শেয়ার করেছিলেন। তাঁর চিকিৎসায় উন্নতিও হচ্ছিল তরুণীর। কিন্তু ২দিন যেতেই এল দুঃসংবাদ।
She is just 30yrs old & She didn't get icu bed we managing her in the Covid emergency since last 10days.She is on NIVsupport,received remedesvir,plasmatherapy etc.She is a strong girl with strong will power asked me to play some music & I allowed her. Lesson:"Never lose the Hope" pic.twitter.com/A3rMU7BjnG
— Dr.Monika Langeh🇮🇳 (@drmonika_langeh) May 8, 2021
প্রথমে তরুণীর জন্য আইসিউ বেড পেতে সমস্যা হচ্ছিল। গত ১৫ দিন ধরেই তিমি ভুগছিলেন। অবশেষে যখন আইসিইউ বেড পাওয়া যায় ততক্ষণে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করেছে। সকলকে প্রার্থনা করতে বলেছিলেন চিকিৎসক। রেমডেসিভির, প্লাজমাথেরাপি সবই দেওয়া হয়েছিল তাঁকে। শনিবার তিনি গান শুনতে চেয়েছিলেন। কিন্তু জীবনের প্রতি ভালাবাসার বার্তা দিলেও। জীবন তাঁর সঙ্গে সুবিচার করল না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।