#দিল্লি: পঞ্জাব নির্বাচনের আগেই বড় চমক দিল দিল্লির আম আদমি পার্টির সরকার৷ দিল্লির সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা সোনু সুদ৷ বৃহস্পতিবার মু্্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সোনু সুদের সাক্ষাতের পর আজ দিল্লি সরকারের তরফে এই ঘোষণা করা হয়৷ করোনা অতিমারির সময় আম জনতার পাশে থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন সোনু সুদ৷
পঞ্জাবের মোগায় জন্মগ্রহণ করেছিলেন তিনি৷ ফলে আগামী বছর পঞ্জাব নির্বাচনে দিল্লি সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সোনু সুদের নিযুক্তি আসলে আপকে রাজনৈতিক মাইলেজ দিতে পারে বলেই মনে করা হচ্ছে৷ শিশুদের জন্য দিল্লি সরকারের কর্মসূচির প্রচার করবেন সোনু সুদ৷
সোনু সুদকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'নিজের ব্যস্ত সূচি থেকে সময় বের করার জন্য সোনু সুদকে ধন্যবাদ৷ গোটা দেশের কাছে উনি অনুপ্রেরণা৷ সাহায্যের জন্য হাজার হাজার মানুষ ওনার মুখাপেক্ষী হয়ে থাকেন৷ এতগুলি সরকার মিলে যা করতে পারেননি, তিনি যেভাবে তা করে দেখিয়েছেন সেটা মিরাকেল ছাড়া কিছু নয়৷ তাঁর কাজ নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে এবং দিল্লি সরকারের কাজও ওনার সামনে তুলে ধরেছি৷'
সোনু সুদের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বৈঠকের আগেই জল্পনা ছড়ায়, সোনু সুদ অথবা তাঁর বোন পঞ্জাব নির্বাচনে আপের টিকিটে লড়তে পারেন৷ একটি নিউজ চ্যানেলের রিপোর্টে আবার দাবি করা হয়, সোনু সুদের বোন মালবিকা সাচার পঞ্জাবের মোগা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়তে পারেন৷ গত কয়েক মাস ধরেই মোগা অঞ্চলে সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি৷ সম্প্রতি পঞ্জাব সরকারের বিভিন্ন অনুষ্ঠানেও মালবিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে৷
গত বুধবারি দিল্লি মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, বিনোদন শিল্পকে চাঙ্গা করতে তাঁর সরকার দেশের মধ্যে সেরা নীতি সামনে আনবে৷ এই মুহূর্তে পঞ্জাব সরকারের কোভিড টিকাকরণ কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করছেন সোনু সুদ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arvind Kejriwal, Delhi, Sonu Sood