#নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে তিহার জেলে দেখা করতে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধি৷ প্রায় এক মাস হতে চলল INX মিডিয়া দুর্নীতিতে অভিযুক্ত চিদম্বরম তিহার জেলে রয়েছেন৷
কংগ্রেস যে চিদম্বরমের পাশে রয়েছে, সনিয়া ও মনমোহন তা স্পষ্ট করতেই এই পদক্ষেপ নিলেন৷ একই সঙ্গে বার্তা দিল, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই চিদম্বরমকে জেলে রাখা হয়েছে৷ কারণ, কংগ্রেস একটি বিষয় বুঝে গিয়েছে, বিজেপি-র বিরুদ্ধে এই লড়াই এখনও অনেকটা বাকি৷ আরও অনেক কংগ্রেস নেতাই লাইনে রয়েছেন৷ সম্প্রতি কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারও একটি দুর্নীতি মামলায় জেলে রয়েছেন৷ কংগ্রেস সূত্রের খবর, তাঁকে দেখতে যেতে পারেন সনিয়া ও মনমোহন৷
কয়েকদিন আগেই সনিয়া গান্ধি কংগ্রেসের বৈঠকে জানিয়ে দেন, এ বার রাস্তায় নেমে আন্দোলন করতে হবে কংগ্রেসকে৷ এক প্রবীণ কংগ্রেস নেতার কথায়, 'তাত্পর্যপূর্ণ বিষয় হল, চিদম্বরম তৃণমূল স্তরের নেতা নন৷ দলের জন্য সে ভাবে কিছু আন্দোলনও করেননি৷ কিন্তু কংগ্রেসকে বিপাকে ফেলতে তাঁকেই ব্যবহার করা হচ্ছে৷'
আরও ভিডিও: INX Media Case: চিদম্বরমকে যখন গ্রেফতার করল সিবিআই, দেখুন সেই রূদ্ধশ্বাস মুহূর্ত
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Manmohan Singh, P Chidambaram, Sonia Gandhi