হোম /খবর /দেশ /
তিহার জেলে চিদম্বরমের সঙ্গে দেখা করলেন সনিয়া ও মনমোহন

তিহার জেলে চিদম্বরমের সঙ্গে দেখা করলেন সনিয়া ও মনমোহন

পি চিদম্বরম

পি চিদম্বরম

কংগ্রেস যে চিদম্বরমের পাশে রয়েছে, সনিয়া ও মনমোহন তা স্পষ্ট করতেই এই পদক্ষেপ নিলেন৷ একই সঙ্গে বার্তা দিল, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই চিদম্বরমকে জেলে রাখা হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে তিহার জেলে দেখা করতে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধি৷ প্রায় এক মাস হতে চলল INX মিডিয়া দুর্নীতিতে অভিযুক্ত চিদম্বরম তিহার জেলে রয়েছেন৷

    কংগ্রেস যে চিদম্বরমের পাশে রয়েছে, সনিয়া ও মনমোহন তা স্পষ্ট করতেই এই পদক্ষেপ নিলেন৷ একই সঙ্গে বার্তা দিল, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই চিদম্বরমকে জেলে রাখা হয়েছে৷ কারণ, কংগ্রেস একটি বিষয় বুঝে গিয়েছে, বিজেপি-র বিরুদ্ধে এই লড়াই এখনও অনেকটা বাকি৷ আরও অনেক কংগ্রেস নেতাই লাইনে রয়েছেন৷ সম্প্রতি কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারও একটি দুর্নীতি মামলায় জেলে রয়েছেন৷ কংগ্রেস সূত্রের খবর, তাঁকে দেখতে যেতে পারেন সনিয়া ও মনমোহন৷

    কয়েকদিন আগেই সনিয়া গান্ধি কংগ্রেসের বৈঠকে জানিয়ে দেন, এ বার রাস্তায় নেমে আন্দোলন করতে হবে কংগ্রেসকে৷ এক প্রবীণ কংগ্রেস নেতার কথায়, 'তাত্‍পর্যপূর্ণ বিষয় হল, চিদম্বরম তৃণমূল স্তরের নেতা নন৷ দলের জন্য সে ভাবে কিছু আন্দোলনও করেননি৷ কিন্তু কংগ্রেসকে বিপাকে ফেলতে তাঁকেই ব্যবহার করা হচ্ছে৷'

    আরও ভিডিও: INX Media Case: চিদম্বরমকে যখন গ্রেফতার করল সিবিআই, দেখুন সেই রূদ্ধশ্বাস মুহূর্ত

    First published:

    Tags: Manmohan Singh, P Chidambaram, Sonia Gandhi