Home /News /national /
মেডিক্যাল চেক-আপের জন্য আমেরিকা গেলেন সনিয়া, সঙ্গে গেলেন রাহুল

মেডিক্যাল চেক-আপের জন্য আমেরিকা গেলেন সনিয়া, সঙ্গে গেলেন রাহুল

সোমবার থেকেই সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার কথা৷ বিদেশে চলে যাওয়ায় সেখানে হাজির থাকতে পারবেন না সনিয়া এবং রাহুল৷ তবে তাঁরা কবে ফিরবেন সে সম্পর্কে কংগ্রেসের তরফে কিছু জানানো হয়নি৷

সোমবার থেকেই সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার কথা৷ বিদেশে চলে যাওয়ায় সেখানে হাজির থাকতে পারবেন না সনিয়া এবং রাহুল৷ তবে তাঁরা কবে ফিরবেন সে সম্পর্কে কংগ্রেসের তরফে কিছু জানানো হয়নি৷

১৪ সেপ্টেম্বর থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে৷ ফলে সনিয়া ও রাহুল বাদল অধিবেশনের অর্ধেকের বেশি দিন সংসদে উপস্থিত থাকতে পারবেন না৷

 • Share this:

  #নয়াদিল্লি: মেডিক্যাল চেক-আপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গেলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধি৷ মায়ের সঙ্গে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও৷

  আজ, অর্থাত্‍ শনিবার তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন৷ কংগ্রেসের তরফে রণদীপ সিং সুরজেওয়ালা ট্যুইট করে জানালেন, 'কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি আজ রুটিন মেডিক্যাল চেক-আপের জন্য আমেরিকা গেলেন৷ এই চেক-আপ আগেই হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা অতিমারির জেরে তা পিছিয়ে যায়৷ ওঁর সঙ্গে গিয়েছেন রাহুল গান্ধিও৷'

  ৭৩ বছর বয়সি সনিয়া গান্ধি ১৫ দিন থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে৷ ১৪ সেপ্টেম্বর থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে৷ ফলে সনিয়া ও রাহুল বাদল অধিবেশনের অর্ধেকের বেশি দিন সংসদে উপস্থিত থাকতে পারবেন না৷

  গত মাসেই সনিয়া স্বাস্থ্যের কারণে কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন৷ কিন্তু ওয়ার্কিং কমিটির ম্যারাথন বৈঠকের পরে স্থির হয়, আগামী ৬ মাস তিনিই থাকবেন সভানেত্রী পদে৷ এই ৬ মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচন করা হবে৷

  Published by:Arindam Gupta
  First published:

  Tags: Sonia Gandhi

  পরবর্তী খবর