#নয়াদিল্লি: শীতকালীন পার্লামেন্টের অধিবেশন দিল্লির কড়া ঠান্ডায় না জমে, জমে উঠল রোজই নানা বির্তকে ৷ কখনও ‘অসহিষ্ণুতা’ নিয়ে বির্তক, তো কখনও কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি নেতাদের ‘হেরাল্ড’ তোপ ৷ সব মিলিয়ে রোজই নতুন নতুন বচসায় মেতে উঠছে সংসদের অন্দর হল ৷ শুক্রবার সেই বির্তককে, উসকে দিলেন সোনিয়া গান্ধি! বির্তকের চোটে পার্লামেন্টের কাজ ব্যহত হচ্ছে, নরেন্দ্র মোদির এই উক্তির পাল্টা জবাবে সোজা সাপটা সোনিয়া গান্ধি বলে উঠলেন, ‘মোদিকে বলতে দেওয়া হোক ৷ মোদি মন খুলে বলতে পারে, যা বলতে চান ৷ ’
পরিষেবা কর নিয়ে আলোচনার সময়, বৃহস্পতিবার সংসদে মোদি বলেন, ‘গণতন্ত্র এইভাবে চলতে পারে না৷ রোজ রোজ বির্তকের চোটে পার্লামেন্টের কাজ স্থগিত হচ্ছে ৷ শুধুমাত্র পরিষেবা কর নয় ৷ দেশের মানুষের উন্নয়নের জন্য অনেক আলোচনাই রয়েছে, যা বির্তকের মাঝে পড়ে আটকে রয়েছে ৷ রাজতন্ত্রে রাজনীতি চলে, মনতন্ত্র বা ব্যক্তিগত ইচ্ছায় দেশ চলতে পারে না ৷ ’ মোদির এরূপ মন্তব্যকে সমালোচনা না করে, নিশ্চুপ নীতিই অনুসরণ করলেন সোনিয়া ৷ সংসদে মোদিকে খোলা অফার দিলেন মন খুলে কথা বলার!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Parliament, PM Narendra Modi, Sonia Gandhi