হোম /খবর /দেশ /
বিরোধী ঐক্য! NEET-JEE স্থগিতের দাবি, মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকলেন সনিয়া ও মমতা

বিরোধী ঐক্য! NEET-JEE স্থগিতের দাবি, মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকলেন সনিয়া ও মমতা

সনিয়া গান্ধি ও মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

সনিয়া গান্ধি ও মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

করোনা আবহে NEET ও JEE পরীক্ষা স্থগিতের দাবিতে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠকের আহ্বান জানালেন সনিয়া গান্ধি ও মমতা বন্দ্যোপাধ্যায়৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ওয়ার্কিং কমিটির মিটিংয়ে ঝড়ের পরে ঘুরে দাঁড়িয়ে রাজনৈতিক জমি পুনরুদ্ধারের চেষ্টায় দল৷ সূত্রের খবর, বিজেপি-র বিরুদ্ধে বিরোধী জোট গড়ে জোরদার লড়াইয়ের পথে নামছে কংগ্রেস৷ যার নির্যাস, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে NEET ও JEE পরীক্ষা বাতিলের দাবিতে সরব হচ্ছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধি৷

করোনা আবহে NEET ও JEE পরীক্ষা স্থগিতের দাবিতে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠকের আহ্বান জানালেন সনিয়া গান্ধি ও মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনার পরিস্থিতিতে দুটি সর্বভারতীয় পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে৷ তাই পরীক্ষাগুলি স্থগিত করা হোক, ইতিমধ্যেই এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুটি চিঠি দিয়েছেন মমতা৷ এই দাবি আরও জোরাল করতে আজ অর্থাত্‍ বুধবার দুপুরে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন সনিয়া ও মমতা৷

এ দিন দুপুর আড়াইটেয় ভার্চুয়াল মিটিং হবে৷ মমতার কথায়, 'সব অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তিনি সম্ভবত থাকতে পারবেন না, তাঁর একটি পূর্বনির্ধারিত অন্য কাজ রয়েছে৷' বৈঠকে থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলা, পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রমুখ৷

শুধু NEET ও JEE পরীক্ষা স্থগিতই ইস্যু নয় বৈঠকের৷ দেশের যুক্তরাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রাখাকেও অ্যাজেন্ডা রাখা হয়েছে বৈঠকে৷ সংসদে বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের এই বৈঠক অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ৷ কারণ, সাম্প্রতিককালে বিরোধী ঐক্য ভীষণ ভাবে ধাক্কা খেয়েছে সংসদে কয়েকটি বিল পাশের সময়৷ বিরোধীদের মধ্যে অনৈক্যে সেই বিলগুলি নির্বিঘ্নে পাশ করাতে পেরেছে কেন্দ্র৷

সূত্রের খবর, বিরোধীদের একজোট করে এগনোর বিষয়ে সনিয়া গান্ধির ক্যারিশমার পুনরায় প্রতিফলন ঘটানো ও পশ্চিমবঙ্গে বিরোধী হলেও কেন্দ্রে কংগ্রেস ও তৃণমূল বিজেপি-র বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিতে এই বৈঠক৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Mamata Banerjee, Sonia Gandhi