#নয়াদিল্লি: 'প্রণবদা, এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যাঁর সঙ্গে আমার দীর্ঘ দিনের অত্যন্ত স্নেহের সম্পর্ক৷ প্রণবদা সাংসদ হিসেবে আমার চেয়ে এক বছরের সিনিয়র ছিলেন৷' প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দীর্ঘ স্মৃতিচারণ করলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী৷
To me personally, he was more than a colleague & we've shared valuable moments both inside & outside our public lives, which extended to our families. Memories of various shared lunches will always be special in my heart: LK Advani, senior BJP leader. #PranabMukherjee (File pics) pic.twitter.com/9kpqG4GFju
— ANI (@ANI) August 31, 2020
লালকৃষ্ণ আডবাণী লিখেছেন, 'আমি ১৯৭০ সালে প্রথমবার সাংসদ হলাম৷ প্রণবদা ১৯৬৯ সাল থেকে সাংসদ৷ আমাদের আদর্শ ও মনোভাব আলাদা ছিল কিন্তু প্রথম যে দিন ওঁর সঙ্গে দেখা করি, সে দিন থেকেই আমাদের মধ্যে একটি পারস্পরিক সম্মানের বন্ধন গড়ে ওঠে৷'
'প্রণবদা তাঁর ক্ষুরধার বুদ্ধি, বিশ্লেষক মস্তিষ্কের জন্য বেশ জনপ্রিয় ও পরিচিত৷ এমন একজন ব্যক্তি, যিনি বিশ্বাস করতেন, সব আদর্শ ও দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে এগোতে হবে৷ আমার কাছে বিশেষ করে, প্রণবদা সহকর্মীর চেয়েও বেশি কিছু৷ ওঁর সঙ্গে প্রচুর স্মৃতি, ভাল মুহূর্ত রয়েছে৷ যা রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে পরিবারেও ছড়িয়ে পড়ে৷ বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রণবদা হাসপাতালে ছিলেন৷ আমরা সবাই আশা করছিলাম, উনি সেরে উঠবেন দ্রুত৷ ওঁর চলে যাওয়া দেশের পক্ষে বিরাট ক্ষতি৷ আমি বন্ধুকে হারালাম৷'