হোম /খবর /দেশ /
পরিকাঠামোর কাজের জন্য ট্রেন পরিষেবার বাতিল, পথ পরিবর্তন! জেনে নিন বিস্তারিত

Indian Railways News: পরিকাঠামোর কাজের জন্য ট্রেন পরিষেবার বাতিল, পথ পরিবর্তন! জেনে নিন বিস্তারিত

Indian Railways News: প্রি নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে একাধিক ট্রেনের পরিষেবা নীচের বিবরণ অনুযায়ী বাতিল ও পথ পরিবর্তন করা হয়েছে।

  • Share this:

রঙিয়া ডিভিশনের অন্তর্গত পাঠশালা এবং নলবাড়ি ষ্টেনের মধ্যে ডাবল লাইন কমিশনিঙের জন্য পাঠশালা, টিহু, কৈঠালকুচি ও নলবাড়ি স্টেশনে প্রি নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে একাধিক ট্রেনের পরিষেবা নীচের বিবরণ অনুযায়ী বাতিল ও পথ পরিবর্তন করা হয়েছে।

ট্রেন পরিষেবার বাতিলকরণ:

২২ ও ২৪ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৯২১ (ধুবড়ি-নিউ তিনসুকিয়া) স্পেশাল ট্রেন ও ট্রেন নং. ০৫৬০৮ (গুয়াহাটি-মেন্দিপাথার) স্পেশাল ট্রেন বাতিল থাকবে।

২১ ও ২৩ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৯২২ (নিউ তিনসুকিয়া-ধুবড়ি) স্পেশাল ট্রেন ও ২৩ ও ২৫ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৬০৭ (মেন্দিপাথার-গুয়াহাটি) স্পেশাল ট্রেন বাতিল থাকবে।

আরও পড়ুন: ‘আমাকে যেদিন ডাকবে…’, অভিষেকের চ্যালেঞ্জ শুনেই দিলীপ যা বললেন, তুমুল শোরগোল

আরও পড়ুন:‘কালীঘাটের কাকু’র বাড়িতে কী এমন পেল ইডি, তড়িঘড়ি ছুটল বেহালার সোনার দোকান!

কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে ট্রেনের পথ পরিবর্তন:

২১ থেকে ২৪ মে, ২০২৩ তারিখ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৫ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) নর্থইস্ট এক্সপ্রেস।

 

২১ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) স্পেশাল। ২২ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫১ (গুয়াহাটি-জম্মু তাওয়াই) এক্সপ্রেস।

Published by:Sanchari Kar
First published:

Tags: Indian Railways